India vs England 2021

কোহলীদের তাতাতে দর্শকশূন্য স্টেডিয়াম ছেড়ে পাহাড়ের চূড়ায় সচিনের ‘সুপারফ্যান’

দেশ হোক বা বিদেশ। ভারতের খেলা থাকলেই মাঠে হাজির থাকতে দেখা যায় তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৭:১০
Share:

দূরে স্টেডিয়াম। পাহাড়ের মাথায় হাজির সুধীর গৌতম। ছবি ইনস্টাগ্রাম

দেশ হোক বা বিদেশ। ভারতের খেলা থাকলেই মাঠে হাজির থাকতে দেখা যায় তাঁকে। করোনা বেড়ে যাওয়ার কারণে পুণেয় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হচ্ছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। কিন্তু হাল ছাড়তে নারাজ ভারতীয় ক্রিকেটের ‘সুপারফ্যান’ সু‌ধীর গৌতম। বন্ধুর বাইকে চলে গেলেন আধ কিলোমিটার দূরে পাহাড়ের মাথায়। সেখান থেকেই ভারতীয় দলকে সমর্থন করলেন তেরঙা হাতে।

Advertisement

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টও রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হয়েছিল। তখন স্টেডিয়ামে হাজির থাকতে চেয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় চলে এসেছিলেন সুধীর। অসুস্থ সৌরভ তখন হাসপাতালে থাকায় সেখানেও যান। তবে হাজার চেষ্টা করেও অনুমতি পাননি।

দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পর প্রতিটি টেস্ট এবং প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে হাজির থাকতে দেখা গিয়েছে তাঁকে। টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হাজির থাকতে পারেননি। কিন্তু একদিনের সিরিজ দেখতে চলে গিয়েছেন পুণেয়। মাঠে ঢুকতে দেওয়া না হলেও পাহাড় থেকে বিরাট কোহলীদের ম্যাচ দেখে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার সুধীরকে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে পরিচিত বেশি হাজির তিনি। ক্যাপশনে লিখেছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। দর্শকদের ছাড়াই।” ক্রিকেটদলকে সমর্থন করতে ‘সুপারফ্যান’-এর এহেন উৎসাহকে কুর্নিশ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement