বাটলারের সঙ্গে ঝামেলার আম্পায়ারকে নালিশ কোহলীর। ছবি টুইটার
শনিবার ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ওই ম্যাচের মাঝেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিরাট কোহলী এবং জস বাটলার। উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই ক্রিকেটারের মধ্যে। তবে সেদিন কী নিয়ে ঝামেলা হয়েছিল তা জানেন না ইংরেজ অধিনায়ক অইন মর্গ্যান।
মর্গ্যান বলেছেন, “আমি সঠিক জানি না যে কী হয়েছিল। তবে এটা ঠিক, বিরাট খেলার সময় খুবই আগ্রাসী। ও আসলে যে রকম সেটাই দেখানোর চেষ্টা করে। কখনও কখনও খুব উত্তেজক ম্যাচে বাদানুবাদ হতেই পারে। খুব একটা অস্বাভাবিক নয়। আমার মনে হয় সেটাই হয়েছিল।”
টি-টোয়েন্টি সিরিজে ছন্দে ছিলেন না বেন স্টোকস। তাঁর পাশে দাঁড়িয়েছেন মর্গ্যান। বলেছেন, “মিডল অর্ডারে নিজের ভূমিকা পালন করেছে বেন। দারুণ খেলেছে। ওই জায়গায় ভাল খেলা সহজ নয়। কিন্তু বেন সুযোগটা কাজে লাগিয়েছে।”