সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে ভারতীয় দলের ভারাডুবি নিয়ে চিন্তিত সৌরভ গঙ্গোপাধ্যায়। কী করে ভারতীয় দলের পারফরম্যান্সে উন্নতি ঘটানো যায়, সেটা নিয়ে তিনি এবং জয় শাহ ভাবনা-চিন্তা করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের হবু সহ-সভাপতি রাজীব শুক্লা এই কথা জানিয়েছেন।
অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ইনিংস ৩৬ রানে শেষ হয়ে যায়। তৃতীয় দিনই ভারতকে ৮ উইকেটে হারতে হয়।
রাজীব শুক্লা বলেন, ‘‘আমরাও খুশি নই। আমরাও চিন্তিত। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ এটা নিয়ে উদ্বিগ্ন। ওঁরা এটা নিয়ে চিন্তা-ভাবনা করছেন। কী করে পারফরম্যান্সের উন্নতি করা যায়, সেটা নিয়ে ওঁরা নির্দিষ্ট কিছু পরিকল্পনা করেছেন। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও ওঁরা যোগাযোগ করবেন। পরের ম্যাচেই ভারতীয় দল ভাল খেলবে বলে আমি আশাবাদী।’’
আরও পড়ুন: কোহালির ছোটবেলার কোচ এবার দিল্লি রঞ্জি দলের হেড স্যর
শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো হবে। এই নিয়ে শুক্লা বলেন, ‘‘কাউকে অস্ট্রেলিয়া পাঠানো হবে না। প্রথম ইনিংসে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়েছে। আমরা লিডও নিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভেঙে পড়ে। মাঝে মাঝে এরকম হয়। মনে করি, ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।’’
আরও পড়ুন: ডিকক, ডুপ্লেসিদের কারওর করোনা হয়নি, জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলিতে বিরাট কোহালিকে পাবে না ভারত। চোটের জন্য মহম্মদ শামি ছিটকে গেছেন।