চোট সারিয়ে দীর্ঘদিন পরে টেস্ট দলে দেখা যাবে তাঁকে। দলের সহ-অধিনায়কও হয়েছেন তিনি। যোগ হয়েছে বাড়তি দায়িত্ব। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না রোহিত শর্মা। বুধবার অনেকক্ষণ নেটে ব্যাট করতে দেখা গেল তাঁকে।
প্রথমে সে ভাবে ব্যাটে-বলে হচ্ছিল না। কিন্তু যত সময় যেতে লাগল ততই ছন্দে ফিরতে থাকলেন রোহিত। একের পর এক থ্রো-ডাউন দিয়ে যাচ্ছিলেন দয়ানন্দ গরানি। রোহিত বিভিন্ন ভাবে শট খেলে নিজের ক্ষমতা যাচাই করে নিচ্ছিলেন। কখনও পুল শট, কখনও স্ট্রেট ড্রাইভ, একের পর এক শট বেরিয়ে আসছিল তাঁর ব্যাট থেকে।
প্রথমে তাঁকে বল করছিলেন যশপ্রীত বুমরা, টি নটরাজন এবং নবদীপ সাইনি। কিন্তু সিডনিতে স্পিনাররা সাহায্য পাবেন বলে স্পিনারদের বিরুদ্ধে আলাদা করে প্রস্তুতি নিতে দেখা গেল তাঁকে। কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়েও ভরত অরুণের সঙ্গে কথা বলতে দেখা গেল। পাশাপাশি রবি শাস্ত্রীকে বলে দিলে তাঁর ব্যাক লিফটের দিকে আলাদা করে নজর রাখতে।
আরও খবর:টালবাহানা অব্যাহত, রাহানেরা সিডনি থেকেই ফিরে আসতে পারেন