sourav ganguly

এই টেস্ট জিতবেন রাহানেরা, আশা সৌরভের

কোহালির অনুপস্থিতিতে রাহানের অধিনায়কত্ব নিয়েও খুশি সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২০:০৮
Share:

ভারতের পারফরম্যান্সে খুশি সৌরভ। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। অজিঙ্ক রাহানের দুরন্ত শতরানের সৌজন্যে তারা এগিয়ে রয়েছে ৮২ রানে। হাতে ৫ উইকেট। বিরাট কোহালি-হীন ভারতের এমন পারফরম্যান্সে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement

রবিবার সৌরভ বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ভারত ভালই খেলেছে। ৮২ রানের লিড রয়েছে। অনেকটাই ভাল পজিশনে রয়েছে। আশা করি এই ম্যাচ আমরা জিততে পারব। তবে এটা টেস্ট ক্রিকেট। আগের থেকে ওভাবে কিছুই বলা যায় না।’’

কোহালির অনুপস্থিতিতে রাহানের অধিনায়কত্ব নিয়েও খুশি সৌরভ। বলেছেন, ‘‘ও ভাল ক্যাপ্টেন্সি করছে। খুব ভাল ব্যাটিংও করেছে। সবাই সেটাই বলছে দেখলাম। ওর নেতৃত্বে ভারত এই ম্যাচ জিততে পারলে খুশি হব।’’

Advertisement

আরও খবর: দশকের সেরা ২ বিশ্ব একাদশের নেতা ধোনি-কোহালি, ৩ দলে ৫ ভারতীয়

আরও খবর: আইসিসি-র দশক সেরা একদিনের দলে বাংলার ঝুলন

চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ কেউই ব্যাটিংয়ে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি। তা সত্ত্বেও রাহানে, রবীন্দ্র জাডেজা এবং শুভমন গিলের ব্যাটিংয়ে ভাল জায়গায় রয়েছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement