সিডনিতে ১৪ দিন কোয়রান্টিনে ছিলেন রোহিত। ফাইল ছবি
সিডনিতে ১৪ দিনে কোয়রান্টিন কাটিয়ে মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিলেন রোহিত শর্মা। সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তিনি হোটেলে প্রবেশ করেন।
ঢুকেই একে একে সবার সঙ্গে দেখা হয় রোহিতের। ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাডেজা, টি নটরাজন, যশপ্রীত বুমরা প্রত্যেকে একে একে এসে রোহিতকে জড়িয়ে ধরেন। দেখা যায় কোচ রবি শাস্ত্রীকেও। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, ‘‘তোমার কোয়রান্টিন কেমন কাটল বন্ধু? তোমাকে তো আরও তরুণ দেখাচ্ছে।’’ জবাবে রোহিত হাসতে থাকেন।
Look who's joined the squad in Melbourne 😀
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/uw49uPkDvR
মেলবোর্নে দুরন্ত পারফর্ম করা বুমরাকে পিঠ চাপড়ে দেন রোহিত। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সঙ্গেও আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।
আরও খবর: বিজেপি-তে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবরামকৃষ্ণন
আরও খবর: ফের ক্রিকেটে ফিরছেন শ্রীসন্থ, মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা করল কেরল
আইপিএলে চোট পাওয়ায় সীমিত ওভার-সহ টেস্ট সিরিজের প্রথম দু’ম্যাচে খেলতে পারেননি রোহিত। এক সময় তাঁর অংশগ্রহণ করা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর ফিটনেস পরীক্ষায় পাস করে অবশেষে তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেন। ক্রিকেট থেকে দূরে থাকার পর অবশেষে সতীর্থদের দেখা পেলেন। সব ঠিকঠাক থাকলে হয়তো তৃতীয় টেস্টেই তাঁকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে।