সময় পাল্টেছে। এখন মাঠে খেলা পরিচালনার সময় একাধিক সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায় আম্পায়ারদের। কাজের সুবিধার জন্য আম্পায়াররা যে সব সরঞ্জাম ব্যবহার করেন তার মধ্যে কয়েকটা দেখে নেওয়া যাক।
বল গেজ: বলের আকার ঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য এই সরঞ্জামটি ব্যবহার করা হয়। বলের আকারের সামান্যতম পরিবর্তন হলেও সহজেই ধরা পড়ে যায়।
কাউন্টার: এক সময় বল, উইকেট সংখ্যা ইত্যাদির হিসেব রাখার জন্য পেন-কাগজ ব্যবহার করতেন অ্যাম্পায়াররা। সময় পাল্টেছে। এখন এ-সব হিসেব রাখার জন্য কাউন্টার নামক যন্ত্রের ব্যবহার করতে দেখা যায়।
লাইট-ও-মিটার: ঠিক কতটা আলোয় খেলা চালানো সম্ভব সেটা পরীক্ষা করার জন্য মাঠে লাইট-ও-মিটার যন্ত্রের সাহায্য নেওয়া হয়।
ওয়াকি-টকি: আম্পায়ারদের ব্যবহৃত সরঞ্জামগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। বহুল ব্যবহৃত। তৃতীয় অ্যাম্পায়র, ম্যাচ রেফারি বা অন্য কারও সঙ্গে আলোচনার জন্য ওয়াকি-টকির সাহায্য নেওয়া হয়।
প্রটেকটিভ শিল্ড: উইকেটের সামনে দাঁড়ানো আম্পায়ারদের এটা ব্যবহার করতে দেখা যায়। ব্যাটসম্যানের শটে বেশ কয়েকবার আম্পায়ারদের আহত হওয়ার ঘটনা ঘটার পরই এই ঢালের ব্যবহার বেড়েছে।