বিতর্কে ইমরান

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপর্যয়ের পর পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলমের রিপোর্টে ইমরান খানকে পরোক্ষে দায়ী করা হয়েছে টিমের ব্যর্থতার জন্য। রিপোর্টের ফাঁস হওয়া অংশে লেখা, ভারত-পাকিস্তান ম্যাচের আগে ইমরানের পেপ টকে কাজ হয়নি। আধুনিক টি-টোয়েন্টি যে ট্যাকটিক্স দাবি করে, সে ব্যাপারে ইমরান কিছু জানেন না। যার পাল্টা দিলেন ইমরান।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৩:৩০
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপর্যয়ের পর পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলমের রিপোর্টে ইমরান খানকে পরোক্ষে দায়ী করা হয়েছে টিমের ব্যর্থতার জন্য। রিপোর্টের ফাঁস হওয়া অংশে লেখা, ভারত-পাকিস্তান ম্যাচের আগে ইমরানের পেপ টকে কাজ হয়নি। আধুনিক টি-টোয়েন্টি যে ট্যাকটিক্স দাবি করে, সে ব্যাপারে ইমরান কিছু জানেন না। যার পাল্টা দিলেন ইমরান। পাক বোর্ড চেয়ারম্যান শাহরিয়র খান ও আর এক শীর্ষ কর্তা নাজম শেঠিকে একহাত নিয়ে তাঁদের পদত্যাগ দাবি করলেন। বললেন, ভারতের কাছে হারের জন্য তাঁর পরামর্শকে দায়ী করা হচ্ছে, এটা অত্যন্ত যন্ত্রণার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement