Cricket

রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ, পূর্বাভাস চাপে রাখল কোহালিদের

পূর্বাভাস অনুযায়ী, সকালের দিকে বৃষ্টি এসে ধুইয়ে দিতেই পারে এমসিজি-কে। এবং সেটা সত্যিসত্যিই হলে কোহালির কপালের ভাঁজ গভীর হয়ে উঠতেই পারে। হাওয়া অফিসের তরফে আরও বলা হয়েছে যে শুধু বৃষ্টি নয়, রবিবার প্রায় সারাদিনই নাকি মেলবোর্নের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সমূহ সম্ভাবনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৪০
Share:

রবিবার মেলবোর্নের আকাশ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কোহালিদের। ছবি: এএফপি।

মেলবোর্ন টেস্টে জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-১ এগিয়ে যেতে বিরাট কোহালিদের চাই আর মাত্রই দুই উইকেট। কিন্তু, বৃষ্টির আশঙ্কাই দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় সমর্থকদের। পূর্বাভাসে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর পূর্বাভাস সত্যি হলে হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে জয়ও!

Advertisement

৩৯৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের ধাক্কায় টিম পেনের দলের ব্যাটসম্যানদের বেশ চাপে দেখিয়েছে। শনিবার এমসিজি টেস্টের চতুর্থ দিনের শেষে অজিদের সংগ্রহে ৮ উইকেটে ২৫৮। এখন অজিদের শেষ ভরসা কামিন্স। অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিতে গেলে অস্ট্রেলিয়াকে আরও ১৪১ রান তুলতে হবে। যা কার্যত অসম্ভব। বরং, বৃষ্টির সহায়তা পেলে এই টেস্টে ড্র করলেও করতে পারেন কামিন্সরা।

তাই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে রীতিমতো চিন্তার বিষয় হয়ে উঠেছে মেলবোর্নের আবহাওয়া। হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে, রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় ৬০ শতাংশ। যা নিঃসন্দেহে রক্তচাপ বা়ড়াচ্ছে শিবিরের।

Advertisement

আরও পড়ুন: সিরিজে ১৯ শিকার, কিরমানির জন্মদিনে তাঁকে স্পর্শ করলেন ঋষভ

আরও পড়ুন: পেনকে পাল্টা স্লেজিং ঋষভের, ‘তুমি তো অস্থায়ী অধিনায়ক’

পূর্বাভাস অনুযায়ী, সকালের দিকে বৃষ্টি এসে ধুইয়ে দিতেই পারে এমসিজি-কে। এবং সেটা সত্যিসত্যিই হলে কোহালির কপালের ভাঁজ গভীর হয়ে উঠতেই পারে। হাওয়া অফিসের তরফে আরও বলা হয়েছে যে শুধু বৃষ্টি নয়, রবিবার প্রায় সারাদিনই নাকি মেলবোর্নের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সমূহ সম্ভাবনা।

আবহবিদদের এমন ভবিষ্যদ্বাণী শুনে প্রমাদ গুনছেন গড়পড়তা ভারতীয় ক্রিকেট ভক্ত। তবে, প্রকৃতির খেয়াল তো! হয়ত দেখা গেল, সমস্ত আশঙ্কাকে নস্যাত্ করে রবিবাসরীয় সকালটাকে ধুইয়ে দিচ্ছে মন ভাল করে দেওয়া সোনালী রোদ। আর তেমন কিছুর প্রার্থনাতেই মশগুল আম-ভারতীয়। কারণ এটাও তো বলার অপেক্ষা রাখে না যে, এমসিজি-তে রোদের ঝিলিক ফিরিয়ে আনতেই পারে কোহালির মুখের চওড়া হাসি। ঠিক যেমন শনিবার পূর্বাভাস থাকা সত্ত্বেও হয়েছে খেলা, রবিবারও তেমন কিছুরই প্রার্থনা থাকছে ভারতীয় শিবিরে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement