শঙ্কা: অসুস্থ ক্যাসিয়াস। ফাইল চিত্র
অনুশীলনের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ইকের ক্যাসিয়াস। ৩৭ বছর বয়সি বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক এখন স্থিতিশীল বলে জানিয়েছেন এফসি পোর্তো কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদের হয়ে টানা ষোলো বছর পর খেলার পরে ২০১৫ সালে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোয় যোগ দিয়েছেন ক্যাসিয়াস। রবিবার পর্তুগাল প্রিমিয়ার লিগে আভেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই মুহূর্তে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে পোর্তো। শীর্ষে থাকা বেনফিকার পয়েন্ট ৩১ ম্যাচে ৭৮। অর্থাৎ, আভেস ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করছে পোর্তোর লিগ ভাগ্য। বুধবার এই ম্যাচের প্রস্তুতি নিতেই মাঠে নেমেছিলেন ক্যাসিয়াস। অনুশীলন করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ক্যাসিয়াসকে ভর্তি করা হয় হাসপাতালে। পোর্তোর তরফে জানানো হয়েছে, ‘‘বুধবার সকালে অনুশীলন করার সময় অসুস্থ হয়ে পড়েন ক্যাসিয়াস। তাঁর হৃদ্যন্ত্রে রক্তের সরবরাহ ঠিক মতো হচ্ছিল না। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ক্যাসিয়াস এখন বিপন্মুক্ত।’’
ক্যাসিয়াসের অসুস্থ হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। টুইটারে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া টুইট করেছেন, ‘‘শক্তিশালী হও।’’ আর্সেনাল তারকা মেসুত ওজ়িল লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’