বেঙ্গল লিগের জামা পাল্টে কলকাতা লিগকে ময়দানে ফেরাতে মরিয়া আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘লিগের বেশির ভাগ ম্যাচ কলকাতায় করব। কিছু বারাসতে। মাঠ নিয়ে সমস্যা নেই। তবে স্পনসররা চাইছে সব ম্যাচ সন্ধ্যায় করতে। আলোচনা চলছে।’’ তবে মোহনবাগান ছা়ড়া বাকি দুই মাঠে ফ্লাডলাইট নেই। স্পনসররা চান অস্থায়ী আলো লাগিয়ে ম্যাচ করতে। সমস্যা আছে ডার্বি কোথায় হবে তা নিয়েও। আইএফএ-র প্রথম পছন্দ যুবভারতী। স্পনসররাও সেটা চান। কিন্তু সেখানে এখন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কাজ চলছে। এ ছাড়া রবীন্দ্র সরোবর, বারাসত, শিলিগুড়ি রয়েছে। মাঝ জুলাইয়ে লিগ শুরু হলেও অগস্টের শেষে সম্ভবত ডার্বি।