ফেডারেশনকে চিঠি আইএফএ সচিবের

উৎপলবাবু এর বেশি কিছু না বললেও জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হতে চলেছে, আইএসএল এবং আই লিগ-এর মধ্যে কোন টুর্নামেন্টকে গুরুত্ব দেবে ফেডারেশন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০৪:১৫
Share:

আই লিগ-আইএসএল জট কাটাতে দুই প্রধানকে নিয়ে আইএফএ-র সভায় যে সমস্যা উঠে এসেছিল, তা বিস্তারিত জানিয়ে সোমবার ফেডারেশনকে চিঠি দিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

Advertisement

চিঠি পাঠানোর কথা জানিয়ে উৎপলবাবু বলেন, ‘‘দুই প্রধানের কর্তাদের কথা বিস্তারিত শোনার পর যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে তা জানিয়েই চিঠি পাঠিয়েছি।’’

উৎপলবাবু এর বেশি কিছু না বললেও জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হতে চলেছে, আইএসএল এবং আই লিগ-এর মধ্যে কোন টুর্নামেন্টকে গুরুত্ব দেবে ফেডারেশন? এই দুই টুর্নামেন্ট এক সঙ্গে চলবে কি না? চললেও কী ভাবে—এ বিষয়গুলিই জানতে চাওয়া হয়েছে চিঠিতে। এ ছাড়াও গত ২৪ মে ফেডারেশনের সঙ্গে এএফসি মহাসচিব দাতো উইন্ডসর-এর কী আলোচনা হয়েছে তা-ও জানতে চাওয়া হয়েছে চিঠিতে। ফেডারেশন সচিব কুশল দাস এ দিন বলছেন ‘‘আইএফএ চিঠি পাঠিয়েছে শুনেছি। তবে তা এখনও পড়ে দেখা হয়নি। মঙ্গলবার দেখার পর উত্তর দেব।’’

Advertisement

আরও পড়ুন: ধোনির বিস্ময় স্ট্যাম্পিংয়ে হতবাক ক্রিকেট মহল

এ দিকে তাঁদের সমস্যা নিয়ে আইএফএ চিঠি পাঠানোর পর দুই প্রধানের কর্তাদের মধ্যে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলছেন, ‘‘যা বলার উৎপলবাবু তা জানিয়েছেন ফেডারেশনকে।’’ ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারের প্রতিক্রিয়া, ‘‘দুই লিগ নিয়ে যে টানাপড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে তা ফুটবলের জন্য ভাল নয়। এই পরিস্থিতি থেকে ফুটবলকে একমাত্র বাঁচাতে পারেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল পটেল। তিনিই ফ্র্যাঞ্চাইজি, আইএসএল, আইএমজিআর, ক্লাব— সকলের সমস্যা শুনে একটা সমাধান সূত্র বার করুন। সেটাই চাই আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement