বারবার কোচ বদল হলে খেলোয়াড়দের নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়। তবে ডাচ কোচ পল ফান আসের সরে যাওয়ায় দলের খেলোয়াড়দের খুব একটা অসুবিধা হয়নি। বলছেন, ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংহ।
এ দিন সর্দার বলেন “দেখুন গত পাঁচ বছরে মোট চারজন জাতীয় কোচ বদল হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বার বার কোচ পরিবর্তন হলে টিমের মনোবল যেমন ধাক্কা খায় তেমনই স্ট্র্যাটেজি পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়ে দল। এতে সবচেয়ে সমস্যায় পড়ে খেলোয়াড়রা। তবে শেষ জন (পল ফান) চলে যাওয়াটা আসলে শাপে বর হয়েছে। কারণ মাত্র তিন-চার মাস তিনি আমাদের কোচ হিসাবে কাজ করেছেন।’’
সঙ্গে ভারত অধিনায়ক এটাও বলেন, ‘‘তিন-চার মাস আগে আমাদের দলের যিনি দেখাশোনা করছিলেন সেই অল্টম্যান্সই আবার আমাদের কোচ হয়েছেন। আর অল্টম্যান্সের কোচিং ও তাঁর খেলানোর স্টাইলের সঙ্গে দলের খেলোয়াড়রা বেশ সড়গড়। চোট পাওয়া রঘুনাথ ও রূপিন্দর সিংহ না থাকায় পেনাল্টি-কর্নার মারার বিশেষজ্ঞ কেউ ছিল না। ওরা দলে ফিরে আসায় আমাদের দল এখন অনেক শক্তিশালী।”
দলের পারফরম্যান্স ডিরেক্টর কাম কোচ রোল্যান্ট অল্টম্যানসও বলছেন, “হিমাচলে আমাদের শিবির ভাল হয়েছে। রিও অলিম্পিকের জন্য ডিফেন্স, আক্রমণ, পেনাল্টি কর্নার মারা ও দলের সঙ্ঘবদ্ধতা জোরদার করার উপরই আমরা জোর দিয়েছি।”
সঙ্গে এটাও বলতে ভোলেননি, ‘‘কিছু উত্থান-পতন হয়েছে বিগত কয়েক মাসে। কিন্তু অলিম্পিকে ভাল কিছু করার জন্য আমরা তৈরি। প্রস্তুতি শিবিরে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে টিমের সকলের সঙ্গে। তা হল, জয়ের জন্য মনোনিবেশ করা।’’