ICC World Cup 2019

হুবহু এক চিত্রনাট্য! ১৯৯২-এর পুনরাবৃত্তির আশায় বুক বাঁধছেন আক্রম

১৯৯২ সালে ছ’টি ম্যাচের পরে পাকিস্তানের যা অবস্থা ছিল এ বারও ঠিক একই অবস্থা। ২৭ বছর আগের বিশ্বকাপে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল পাকিস্তান। এ বার কী হবে?

Advertisement

সংবাদ সংস্থা

এজবাস্টন শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১৮:০৪
Share:

পাকিস্তান কি পারবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে? ছবি: এপি।

১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গে এ বারের বিশ্বকাপের মিল খুঁজে পাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ২৭ বছর আগের বিশ্বকাপেও ঠিক একই পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান।

Advertisement

সেখান থেকে ইতিহাস গড়েছিল ইমরান খানের পাকিস্তান। ফাইনালে ওয়াসিম আক্রমের দুটো স্বপ্নের ডেলিভারির স্মৃতি এখনও জীবন্ত ক্রিকেটপাগলদের মনে। এ বারও কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে?

চলতি বিশ্বকাপেও সময়টা ভাল যাচ্ছে না পাকিস্তানের। শেষ চারে সরফরাজ আহমেদরা যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে পাক-সমর্থকদের মনেও। ভারতের কাছে হারের পরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাক অধিনায়ককে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটাও পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ‘সুলতান অফ সুইং’ জিও টিভিকে বলেন, ‘‘১৯৯২ সালে আমাদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অপরাজিত ছিল। আমরা সে বার ম্যাচটা জিতেছিলাম। এ বারও নিউজিল্যান্ড একটা ম্যাচও হারেনি বিশ্বকাপে। আশা করি পাকিস্তান হারাতে পারবে নিউজিল্যান্ডকে। তবে ছেলেদের সেরাটা দিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: দেখে নেওয়া যাক বাংলাদেশের জয়ের দশ কারণ

আরও পড়ুন: ভারত ভাল দল, কিন্তু ওদের হারানোর ক্ষমতা আমরা রাখি, বলছেন শাকিব

ভারতের কাছে হারের পরে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। আগের ম্যাচে প্রোটিয়া-বাহিনী পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে। মহম্মদ আমির-সরফরাজরা ১৯৯২ সাল ফেরাতে পারেন কিনা, তা বলবে সময়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বুধবার কিউয়িদের হারানো ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই পাকিস্তানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement