চহাল টিভিতে রাহুলের সাক্ষাৎকারের মাঝে চলে এলেন কোহালি। ছবি- বিসিসিআই এর টুইটার থেকে সংগৃহীত
এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। ম্যাচ জেতার আনন্দ আর সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলায় ভারতের সাজঘরে খোলামেলা ভাব। সেই ম্যাচের পরে চহাল টিভিতে ধরা পড়ে দলের অন্দরমহলের সেই রকমই কিছু দৃশ্য। রাহুলের সাক্ষাৎকার নিচ্ছিলেন চহাল। সেই সাক্ষাৎকারের মধ্যে হঠাৎই চলে এলেন অধিনায়ক বিরাট কোহালি।
সাক্ষাৎকার চলাকালীন ভারত অধিনায়ক ঢুকে পড়ায় ব্যাহত হয় সেই সাক্ষাৎকার। এর পর অধিনায়কের দিকে ক্যামেরা ধরা হলে মজাদার মুখভঙ্গিও করতে দেখা যায় কোহালিকে। বিসিসিআই পরে এই মজাদার ভিডিয়োটি টুইটারে প্রকাশ করে। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
সাক্ষাৎকারের মধ্যেই কোহালিকে উদ্দেশ করে চহাল বলতে থাকেন, "এই ভিডিয়োতে কীভাবে নিজের মুখ দেখানো যায়, সেই চেষ্টা পুরোদমে করে চলেছে একজন। এই চহাল টিভির জনপ্রিয়তা তিনি ভালই জানেন।’’ এর পরে কোহালির দিকে ক্যামেরা ধরা হলে তিনি বলতে থাকেন, "আমি আসতে চাইনি। রাহুলই আমাকে ডেকেছিল। তাই এসেছি।" চহাল তখন রসিকতা করে অধিনায়ককে বলেন, ‘‘আসলে এই চ্যানেলের জনপ্রিয়তা এতটাই যে অনেকেই নিজের মুখ দেখানোর ইচ্ছাপ্রকাশ করে থাকে। সেই চেষ্টাই এখানে করা হচ্ছিল।’’
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো-
এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবুও শ্রীলঙ্কা ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছেন না কোহালিরা।
আরও পড়ুন: সেমিফাইনালে ভারতের মুখোমুখি কোন দল? কী বলছে হিসেব? দেখে নিন চার সম্ভাবনা
আরও পড়ুন: যা বলছেন, তাই ফলে যাচ্ছে, সচিনের নতুন প্রতিভা দেখে বিস্মিত ক্রিকেটমহল