বিরাটদের ম্যাচে হঠাৎ হাজির বিজয় মাল্য

ব্যাঙ্ক ঋণের বিপুল পরিমাণ অর্থ শোধ না করা এবং ৯ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত মাল্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৪:৫৪
Share:

—ফাইল চিত্র।

কোথাও আগাম খবর ছিল না। ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে হঠাৎ হাজির বিতর্কিত বিজয় মাল্য। রবিবার সাধারণ দর্শকের টিকিট কেটে খেলা দেখলেন কোটি-কোটি টাকা তছরুপে অভিযুক্ত ভারতীয় ধনকুবের। যিনি নিজেকে বাঁচাতে এখনও লন্ডনবাসী। ভারত সরকার চেষ্টা করছে দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে বিচার শুরুর। রবিবার স্টেডিয়ামে প্রবেশের মুখে একটা কথাই মাল্য বললেন, ‘‘আমি এখানে খেলা দেখতে এসেছি।’’

Advertisement

ব্যাঙ্ক ঋণের বিপুল পরিমাণ অর্থ শোধ না করা এবং ৯ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত মাল্য। ইংল্যান্ডে তাঁকে ঘিরে এখনও মামলা চলছে। নিম্ন আদালতে হেরেছেন তিনি। দেশে তাঁকে ফিরতেই হবে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু মরিয়া মাল্য ইংল্যান্ডে উচ্চ আদালতে নতুন আবেদন করেন। যার শুনানি ২ জুলাই। সেখানেও হারলে ইউরোপীয় আদালতের দ্বারস্থ হবেন বলে খবর। সেই আবেদনে হয়তো বলবেন, দেশে ফিরলে তাঁর উপর মানবাধিকার লঙ্ঘন করে নির্যাতন হবে। এ হেন কঠিন অবস্থাতেও ক্রিকেটপ্রেম অটুট কোহালিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন মালিকের। ইদানীং তিনি যে ক’টা টুইট করেছেন তার সবই ক্রিকেট সংক্রান্ত। সম্প্রতি তাঁর শেষ টুইট ছিল, লন্ডনে এক স্পোর্টস বার-এর উদ্বোধন সংক্রান্ত।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement