ICC World Cup 2019

শামি নয়, সুযোগ পাওয়া উচিত ভুবনেশ্বরের, বলছেন সচিন

আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেও মহম্মদ শামি মন জিততে পারেননি সচিন তেন্ডুলকরের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ১৩:৫৭
Share:

শামির থেকে ভুবিকে এগিয়ে রাখছেন সচিন। ছবি: এএফপি ও পিটিআই।

আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে হ্যাটট্রিক করলেও কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মন জিততে পারেননি মহম্মদ শামি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে ‘মাস্টার ব্লাস্টার’-এর প্রথম পছন্দ ভুবনেশ্বর কুমার।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে বল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবি। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলার পেসার সুযোগ পেয়েই সবাইকে চমকে দেন। রুদ্ধশ্বাস ম্যাচে তিনি হ্যাটট্রিক করে ভারতকে জয় এনে দেন। নেটে নেমে পড়েছেন ভুবি। সেই ছবি প্রকাশ্যেও এসেছে। ভুবনেশ্বর যদি ফিট হয়ে ওঠেন, তা হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকেই সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের বিরতির সময়ে সচিন সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “শামির জন্য আমার খারাপ লাগছে। আমি হলে ভুবনেশ্বর কুমারকেই দলে নিতাম। বিশ্বকাপে খেলতে আসার আগে ভুবিই ছিল এক নম্বর পছন্দ। ও যদি ফিট থাকে, তা হলে অবশ্যই ভুবনেশ্বর কুমারকে দলে নেওয়া উচিত।’’

Advertisement

আরও পড়ুন: চলতি বিশ্বকাপে সেরাদের একাদশে মাত্র এক ভারতীয়! বাকিরা কারা দেখে নিন

আরও পড়ুন: বিরাটদের হারানোর ক্ষমতাও আছে আমাদের, দাবি শাকিবের

ওয়েস্ট ইন্ডিজের সময়টা ভাল যাচ্ছে না। পাকিস্তানকে হারালেও আর জয় পায়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের বিরুদ্ধে মরিয়া লড়াই করবেন ক্যারিবিয়ান তারকারা। ক্রিস গেলের মতো বিধ্বংসী ওপেনার রয়েছেন দলে। তাঁকে থামানোর জন্য সচিন দলে চাইছেন ভুবিকে। সচিন বলছেন, ‘‘ক্রিস গেলের মতো ওপেনার থাকার জন্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি ভুবনেশ্বর কুমারকে দলে নিতাম। শরীরের থেকে বাইরে যাওয়া বলে গেলের অস্বস্তি রয়েছে। সেই কারণে আমার মনে হয় ভুবনেশ্বরই বেশি কার্যকর।’’

ট্রেনিং শুরু করে দিয়েছেন ভুবনেশ্বর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি নামতে পারবেন কিনা, তা স্থির করবে টিম ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement