ICC World Cup 2019

একেবারে উলটপুরাণ, এ বার ধোনির ইনিংসের ভূয়সী প্রশংসা করলেন সচিন

বাংলাদেশের বিরুদ্ধে ধোনির ব্যাটিং দেখার পরে প্রশংসা করলেন সচিন।

Advertisement

সংবাদ সংস্থা

বার্মিংহ্যাম শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ১৬:২৮
Share:

ধোনির পাশে সচিন।

আফগানিস্তানের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি মন্থর ব্যাটিং করায় সচিন তেন্ডুলকর সমালোচনা করেছিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়কের। বাংলাদেশের বিরুদ্ধেও ধোনির ব্যাটিং প্রশ্নের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন অনেকে। শাকিব আল হাসানদের বিরুদ্ধে ধোনির ৩৩ বলে ৩৫ রান দেখার পরে কেউ বলছেন, মন্থর ব্যাটিং করেছেন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে ধোনি-ভক্তরা বলেছেন, পরিস্থিতির বিচারে ধোনির ৩৫ রান অমূল্য।

Advertisement

‘টাইগার’দের বিরুদ্ধে ধোনির ব্যাটিং দেখার পরে সচিন বলছেন, ‘‘ধোনি সব সময়ে টিমের কথা আগে ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ধোনি। দলের যেটা দরকার ছিল, ধোনি সেটাই করেছে। পুরো ৫০ ওভার পর্যন্ত খেললে ও অন্যদের সাহায্য করতে পারবে। এটাই তো ধেনির কাছ থেকে প্রত্যাশিত। আর ও সেই কাজটাই করেছে।’’

এই সচিনই আফগানদের বিরুদ্ধে ধোনির ধীর লয়ে ব্যাটিং দেখার পরে তাঁর দিকে আঙুল তুলেছিলেন। সচিনকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের মাঝের সারির ব্যাটসম্যানদের পারফরম্যান্সে আমি সামান্য হলেও হতাশ। ওরা যা খেলেছে, তার চেয়ে অনেক ভাল খেলতে পারত। বিশেষ করে ধোনি ও কেদারের জুটি আমাকে একদম খুশি করতে পারেনি। খুব মন্থর খেলছিল ওরা। স্পিনের বিরুদ্ধে ৩৪ ওভার খেলে আমরা তুলেছি ১১৯ রান। এই জায়গায় কিন্তু ভারতীয় ব্যাটিং দেখে মনে হয়নি, সাবলীল ভাবে খেলছে ওরা। কোনও ইতিবাচক পরিকল্পনা দেখাতে পারেনি ধোনি ও কেদারের জুটি।’’

Advertisement

আরও পড়ুন: ‘ভুল শটে আউট হওয়ায় রোহিতকে চড় মেরেছিলাম’

আরও পড়ুন: ধোনি ধামাকা

এমন মন্তব্যের পরে ধোনি-ভক্তরা ছেড়ে কথা বলেননি সচিনকে। ‘মাস্টার ব্লাস্টার’-এর সমালোচনা করেছিলেন তাঁরা। বাংলাদেশের বিরুদ্ধে ধোনির ব্যাটিং দেখার পরে সেই সচিনই ঘুরে গেলেন। প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসা করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement