ICC World cup 2019

পাকিস্তানি ফ্যানকে জড়িয়ে ধরে ‘আশা’ দিলেন রণবীর

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ডে গিয়েছিলেন রণবীর সিংহ। রবিবার ম্যাচের পর কিছু পাকিস্তানি ফ্যান তাঁকে ঘিরে ধরেন

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ২১:৩১
Share:

পাকিস্তানি ফ্যানের সঙ্গে রণবীর। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ফ্যানেরা অনেক আশা করেছিলেন এবার হয়তো শিকে ছিঁড়বে। কিন্তু না, গত ৬ বারের মতো এবারও বিশ্বকাপে ভারতের কাছে হারের মুখ দেখতে হল পাকিস্তানকে। আবার ম্যাচের পরে এক ফ্যান অভিযোগ তোলেন, আগের রাতে বার্গার, পিত্জা, বিরিয়ানি খেয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ফ্যানেরা। উল্টো দিকে পাকিস্তানের ফ্যানদের হৃদয় জিতে নিলেন অভিনেতা রণবীর সিংহ।

Advertisement

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ডে গিয়েছিলেন রণবীর সিংহ। রবিবার ম্যাচের পর কিছু পাকিস্তানি ফ্যান তাঁকে ঘিরে ধরেন। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেওয়ার আব্দার আসে। ফেরাননি রণবীরও। তারই একটি ভিডিয়ো সোশ্যাল ভাইরাল হয়েছে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক পাক ক্রিকেট ফ্যানকে আলিঙ্গন করছেন রণবীর সিংহ। সেই সঙ্গে ভেঙে না পড়ার বার্তা দেন। রণবীর বলেন, মন খারাপ করার কিছু নেই, পাকিস্তানের প্লেয়াররা ভাল খেলেছেন, তাঁরা পেশাদার, পরের বার নিশ্চয়ই সফল হবেন।

Advertisement

আরও পড়ুন : ‘মহিলাদের স্তন কেটে বিক্রি করতাম’

আরও পড়ুন : ভক্তদের হাত থেকে দিশাকে উদ্ধার করলেন টাইগার

@ranveersingh with a Pakistani fan #ranveersingh #myranveersinghfan

A post shared by Ranveer singh (@myranveersinghfan) on

রণবীর ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে গিয়ে দেখা করেন। তার একাধিক ছবিও রণবীর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। সচিন, সৌরভ, হরভজন, বিরাট, ধাওয়ান, কেএল রাহুল, পাণ্ড্য এমনকি লারার সঙ্গেও তোলা ছবি শেয়ার করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement