ICC World Cup 2019

অপেক্ষাই সার, বৃষ্টির জেরে দেখা গেল না বোল্টের ঝলকানি, কোহালির হুঙ্কার

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ১৯:৫৮
Share:

ট্রেন্টব্রিজকে বিদায় জানালেন কোহালি। ভারত অধিনায়কের চোখ এখন ম্যানচেস্টারে। ছবি: পিটিআই।

পূর্বাভাষ ছিল, বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। সেটাই হল। বৃহস্পতিবার এক বলও খেলা হল না দু’ দলের মধ্যে। পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হল টিম ইন্ডিয়া ও ব্ল্যাক ক্যাপসদের মধ্যে। ফলে বল হাতে ‘বিদ্যুৎ’ বোল্টের ঝলকানি দেখা গেল না। হতাশ হলেন কোহালি-ভক্তরাও। ভারত অধিনায়কের ব্যাট কথা বলার সুযোগই পেল না। আপাতত সবার চোখ ম্যানচেস্টারে। আগামী রবিবার সেখানেই তো বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ। ধোনিদের সামনে সরফরাজরা।

Advertisement

এটা নিয়ে চলতি বিশ্বকাপে বৃষ্টির জন্য চতুর্থ ম্যাচ ভেস্তে গেল। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন রিজার্ভ ডে রাখা হল না? এ নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে আইসিসি-কে। জবাবে ঢোঁক গিলে আইসিসি প্রধান ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘‘এই ক্রিকেট বিশ্বকাপ রাউন্ড রবিন ফরম্যাটের হওয়ায় এমনিতেই টুর্নামেন্টের দৈর্ঘ্য বেড়ে গিয়েছে। তার উপরে আলাদা করে গ্রুপ লিগের জন্য রিজার্ভ ডে রাখলে বিশ্বকাপের দৈর্ঘ্য আরও বাড়ত এবং সেটা এই টুর্নামেন্টকে আরও জটিলতর করে তুলতো।’’

লিগের খেলায় রাখা না হলেও নক আউট পর্বে রাখা হয়েছে রিজার্ভ ডে। পয়েন্ট ভাগাভাগি হওয়ার প্রভাব অবশ্য এখনই টের পাওয়া যাবে না। গ্রুপ স্টেজের শেষের দিকে বোঝা যাবে এই পয়েন্ট ভাগের আসল গুরুত্ব। পয়েন্ট তালিকায় একে অপরের ঘাড়ের কাছে যখন নিঃশ্বাস ফেলবে, তখন বৃষ্টির কারণে পয়েন্ট নষ্ট হওয়ার জন্য হাহুতাশ করতে পারে দলগুলো। দিল্লি অবশ্য বহু দূর।

Advertisement

গত কয়েকদিন ধরেই নটিংহ্যামে চলছে বৃষ্টি। এদিন নটিংহ্যামে এই বৃষ্টি থামছে তো বৃষ্টি শুরু হচ্ছে। একাধিক বার মাঠ পর্যবেক্ষণ করলেন আম্পায়াররা। শেষমেশ স্থানীয় সময় দুপুর তিনটেয় ঘোষণা করে দেওয়া হল ম্যাচ আর হচ্ছে না। কোহালি বলেন, ‘‘আউটফিল্ড ভারী, সেই কারণে ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক।’’ এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড একটি ম্যাচও হারেনি বিশ্বকাপে। ফলে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় এখনই তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কোহালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement