শেষ কয়েক ওভার নিয়ে বিস্মিত লিনেকারও

এ দিন ভারত জিতলে পাকিস্তানের শেষ চারে যাওয়ার রাস্তা খানিকটা উজ্জ্বল হত। কিন্তু সেই আশা ধাক্কা খাওয়ায়  সোশ্যাল মিডিয়া এবং মাঠে ক্ষোভ ব্যক্ত করেছেন পাক ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০৪:১৯
Share:

হতাশ: জোড়া ধাক্কা। ৭৬ বলে ৬৬ রান করে আউট হওয়ার পরে কোহালি। (ডান দিকে) চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করেও হার বাঁচাতে ব্যর্থ রোহিত। এএফপি, এপি

ইংল্যান্ডের কাছে বিশ্বকাপে ৩১ রানে হার। তার পরেও বিরাট কোহালির দল নিয়ে খুব বেশি সমালোচনা নেই। তবে ক্ষোভ রয়েছে শেষের দিকে মহেন্দ্র সিংহ ধোনির সিঙ্গলস নেওয়া কেন্দ্র করে। রবিবার বার্মিংহামে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের পরে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন, সঞ্জয় মঞ্জরেকর থেকে মাইকেল ভন। প্রতিক্রিয়া দিয়েছেন গ্যারি লিনেকার, মহেশ ভূপতিরাও।

Advertisement

এ দিন ভারত জিতলে পাকিস্তানের শেষ চারে যাওয়ার রাস্তা খানিকটা উজ্জ্বল হত। কিন্তু সেই আশা ধাক্কা খাওয়ায় সোশ্যাল মিডিয়া এবং মাঠে ক্ষোভ ব্যক্ত করেছেন পাক ক্রিকেটপ্রেমীরা।

বিরাটদের হারের পরে তাঁদের পাশে দাঁড়িয়েছেন হরভজন সিংহ। টুইটারে তাঁর প্রতিক্রিয়া, ‘‘বিশ্বকাপের শেষ প্রান্তে এসে একটা ছোট্ট ধাক্কা। তবে এর পরেও সেমিফাইনালে যাবে ভারত। চিন্তার কিছু নেই ভারতীয় দলের। মাথা উঁচু রেখে সামনের দিকে এগিয়ে চলো। দারুণ খেলেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোকে অভিনন্দন।’’

Advertisement

প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভনের টুইট, ‘‘শুভ সন্ধ্যা ভারত।’’ ইংল্যান্ডের আর এক প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন আবার কাপের ছবিই টুইট করে দিয়েছেন।

বীরেন্দ্র সহবাগ আবার লিখেছেন, ‘‘অভিনন্দন ইংল্যান্ড। আজ দারুণ খেললে তোমরা। ভাগ্য আজ ভারতের সঙ্গে ছিল না।’’

সুরেশ রায়না আবার বলছেন, ‘‘অপরাজিত থাকার নজির গড়া হল না। দিনটা আজ খারাপ গেল। আবার নিজেদের শুধরে ঘুরে দাঁড়ানোর পালা।’’

ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন সঞ্জয় মঞ্চরেকর। তিনি ম্যাচের পরেই টুইট করেন, ‘‘হারের দিনেও যশপ্রীত বুমরার পারফরম্যান্স মনে রাখতে হচ্ছে। তবে শেষের দিকের ওভারে ধোনির ভূমিকা দুর্বোধ্য।’’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘‘দুর্দান্ত ফিল্ডিং করল ইংল্যান্ড। ক্রিস ওকস ম্যাচে ঋষভ পন্থের যে ক্যাচটা ধরল, তা এই প্রতিযোগিতার সেরা ক্যাচ।’’

ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখেছেন ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক গ্যারি লিনেকার। তিনি বলছেন, ‘‘অদ্ভুত ভাবে শেষ হল ম্যাচটা। শেষের কয়েক ওভার বাদে ম্যাচটা দারুণ হয়েছে।’’

ভারতের প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি আবার বলেছেন, ‘‘ম্যাচ নিয়ে সকলের প্রতিক্রিয়া দেখছি। যাঁরা পেশাদার খেলোয়াড় হিসেবে জীবনে চাপের মুখে পড়েননি তাঁদের প্রতিক্রিয়া দেখে দারুণ লাগছে। একই সঙ্গে ভাল লেগেছে ইংল্যান্ডের রান তাড়া করে ভারতের লড়াই।’’

টস জিতে ব্যাট নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান। সৌরভ থেকে নাসের হুসেন, সবাই বলেছিলেন, গুরুত্বপূর্ণ টস জিতেছে ইংল্যান্ড। ম্যাচের পরে বিরাট কোহালিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘খুবই গুরুত্বপূর্ণ ছিল টসটা। বিশেষ করে যখন মাঠের আয়তনটা হিসেবে চলে আসে। আমাদের মনে হয়েছে, একটা দিকের বাউন্ডারির মাপ ৫৯ মিটারের মতো। একটা আন্তর্জাতিক ম্যাচে এটাই ন্যূনতম মাপ। একে নিষ্প্রাণ উইকেট। তার পরে এই রকম ছোট বাউন্ডারি!’’ ভারতীয় বোলারদের বিরুদ্ধে এই বিশ্বকাপে সব চেয়ে বেশি রান তুলল ইংল্যান্ডই। কিন্তু তা সত্ত্বেও বোলারদের কাঠগড়ায় তুলতে চান না ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘ব্যাটসম্যান যেখানে রিভার্স সুইপে স্পিনারকে ৫৯ মিটার বাউন্ডারিতে ছয় মেরে দিচ্ছে, সেখানে বেশি কিছু করার থাকে না। তবে একটা দিকের বাউন্ডারি যেখানে এত ছোট, সেখানে লাইন-লেংথ ঠিক রাখতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement