অজিদের হারানোর পরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এপি।
দেশের মাটিতে এসে গত মার্চে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়ে গিয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তার পরে আইপিএল এসেছে, এখন চলছে বিশ্বকাপ। ঘরের মাঠে অজিদের কাছে হারের সেই ক্ষত কিন্তু শুকোয়নি বিরাট কোহালিদের। দ্য ওভালে অস্ট্রেলিয়াকে হারানোর পরে কোহালিদের সেই ক্ষতে যেন প্রলেপ পড়ল।
রবিবার বারুদে ঠাসা ম্যাচে ভারত ৩৬ রানে হারায় অজিদের। টেমস নদীর পাড়ে ঠিক ট্র্যাকেই দৌড়চ্ছে নীল জার্সিধারীরা। শুরুটা দামামা বাজিয়েই করেছে কোহালি অ্যান্ড কোং। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে উঠে সাংবাদিক বৈঠকে বিরাট কোহালির হুংকার, ‘‘ঘরের মাঠে একদিনের সিরিজে হারের তিক্ত অভিজ্ঞতা আমরা ভুলিনি। আমাদের প্রমাণ করার ছিল। সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে নেমেছিলাম। সেই হারের বদলা নিলাম আমরা।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফল ভাবে রান তাড়া করার পর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ভারত যে ভাবে উড়িয়ে দিয়েছে, তাতে স্বপ্ন দেখছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের যুবরাজ
আরও পড়ুন: পেসারের বলেও বেল পড়ছে না! পাঁচ বার ঘটল চলতি বিশ্বকাপেই, কারণ...
আরও পড়ুন: বল করার আগে পকেট থেকে কী বের করলেন জাম্পা? তোলপাড় ক্রিকেটবিশ্ব
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধওয়নের দাপুটে ১১৭ রানের ইনিংস ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়। ম্যাচ প্রসঙ্গে কোহালি বলেন, ‘‘আমাদের শুরুটা ভালই হয়েছিল। ফ্ল্যাট উইকেটে হার্দিক, আমি এবং এমএস পেশাদারিত্বের পরিচয় দিয়েছি।’’ অধিনায়ক হিসেবে দলের পেশাদার পারফরম্যান্স তৃপ্তি দিয়েছে কোহালিকে। অজিদের হারিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। তিনি আরও বলেন, “এটা আমাদের অন্যতম সেরা জয়। ব্যাটিংয়ে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি। ভুবি আর বুমরা এই নিষ্প্রাণ পিচে যে ভাবে বল করেছে, তা এক কথায় অসাধারণ।’’
ঘরের মাঠে হারের প্রতিশোধ ভারত নিল ইংল্যান্ডের মাটিতে।