একটা খারাপ ম্যাচের কথাই সবাই মনে রাখে, বললেন রশিদ

বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন করা হয়েছিল। যা রশিদ মানতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০৫:১৫
Share:

ছবি: রয়টার্স।

লোকে দশটা ভাল দিনের কথা অবলীলায় ভুলে যায়। মনে রাখে শুধু একটা খারাপ দিন। ইংল্যান্ড ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং গড় করা আফগানিস্তানের স্পিনার রশিদ খানের এটাই উপলব্ধি। মজা হচ্ছে, তাঁর বোলিং গড় (৯-০-১১০-০) নিয়ে আইসল্যান্ডের মতো দেশের ক্রিকেট বোর্ড বিদ্রুপ করে টুইট করেছিল। রশিদ অবশ্য অতীত নিয়ে পড়ে থাকতে চান না। সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনারের চোখ সামনের ম্যাচগুলোয়। শনিবারই যেমন ভারতেরর বিরুদ্ধে তাঁর লড়াই।

Advertisement

বিরাট কোহালিদের বিরুদ্ধে খেলতে নামার আগে রশিদ বলেছেন, ‘‘ইংল্যান্ড ম্যাচ নিয়ে বেশি ভাবছি না। সমস্যা হচ্ছে, লোকে ভাল দশটা দিনের কথা মনে রাখে না। বারবার খারাপ একটা দিনের কথাই বলে। রশিদ তার আগের দশ দিন কী করেছে সেটা কিন্তু বলতে চায় না।’’ ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে এবং টি-টোয়েন্টিতে শীর্ষে থাকা এই স্পিনার যোগ করেছেন, ‘‘বোঝার চেষ্টা করছি ম্যাচে কী কী ভুল করেছি। যা হয়েছে তাকে স্বাভাবিক ভাবে নিতে চাই।’’

বিশ্বকাপের ঠিক আগে আফগানিস্তানের অধিনায়ক পরিবর্তন করা হয়েছিল। যা রশিদ মেনে নিতে পারেননি। সিদ্ধান্তের সমালোচনা করে টুইট করেন। অনেকের মনে হয়েছে এই ঘটনার পরে রশিদের সঙ্গে এখনকার অধিনায়ক গুলবাদিন নবির সম্পর্ক শীতল হয়েছে।’’

Advertisement

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরেছে আফগানিস্তান। অনেকের মনে হচ্ছে, এর পিছনে চক্রান্ত থাকতে পারে। অনেকে অধিনায়কের সঙ্গে রশিদের সম্পর্ককে দায়ী করছেন। যা নিয়ে কুড়ি বছর বয়সি স্পিনারের মন্তব্য, ‘আমার সঙ্গে গুলবাদিনের কোনও সমস্যা নেই। আগে মাঠে নেমে যদি পঞ্চাশ ভাগ দিয়ে থাকি তা হলে এখন একশো ভাগ দিচ্ছি।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকে কেউ এটা নিয়ে কিছু বলেনি। প্রচারমাধ্যম ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাচ্ছে।’’ রশিদের আরও যুক্তি, ‘‘কোনও ব্যক্তির বিরুদ্ধে বলতে চাইনি। অন্য কেউ অধিনায়ক হলেও বলতাম, এটা পরিবর্তনের আদর্শ সময় নয়। মনে হয়েছিল বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নামার আগে এশিয়া কাপের দলে কম্বিনেশন নষ্ট করা ঠিক নয়।’’

রশিদ স্বীকার করেছেন শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে আগে খেলতে না পারা ব্যর্থতার অন্যতম কারণ, ‘‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশের বিরুদ্ধে আগে বেশি খেলিনি। তাই চাপ ছিলই। তার উপর বিশ্বকাপের মতো জায়াগায় চাপ বেড়ে যাবেই। ওয়ান ডে-তে এই প্রথম আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললাম। আর অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেললাম ২০১৫ বিশ্বকাপের পরে। চার বছর পরে একটা দলের বিরুদ্ধে নামলে সমস্যা হবেই।’’ রশিদ এটাও স্বীকার করেছেন, বোলিংয়ে আরও নজর দিতে হবে। ‘‘পেস বোলিংয়ে আমাদের সমস্যা আছে। আমাদের দরকার এমন বোলার যে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করবে। ’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement