নিশামের দাপটে ধরাশায়ী রশিদরা

ব্যাট হাতে নিশাম চমক দেখালেও ব্যাটিংয়ে জ্বলে উঠলেন কেন উইলিয়ামসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৫:০২
Share:

বিধ্বস্ত: হেলমেটে বল লেগে বোল্ড হলেন রশিদ। ছবি: রয়টার্স

ইয়ান বোথাম, ভিভিয়ান রিচার্ডসদের স্মৃতিবিজড়িত মাঠ টনটনে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে দুরন্ত বোলিং করলেন নিউজ়িল্যান্ডের পেসাররা। ১০ ওভার বল করে ৩১ রানে পাঁচ উইকেট নিলেন অলরাউন্ডার জিমি নিশাম। তার সঙ্গে পাল্লা দিয়ে লকি ফার্গুসনও তুলে নিলেন ৩৭ রানে চার উইকেট। এই দুই বোলারের দাপটেই সমারসেটের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শনিবার ৪১.১ ওভারে আফগানিস্তান অলআউট হয়ে গেল ১৭২ রানে। জবাবে ৩২.১ ওভারে তিন উইকেট হারিয়ে সাত উইকেটে জিতল নিউজ়িল্যান্ড।

Advertisement

পাঁচ উইকেট পেয়ে ম্যাচের নায়ক জিমি নিশাম বলে গেলেন, ‘‘প্রথম দুই ম্যাচে সে ভাবে ছন্দে বল করতে পারিনি। আজ সেই ছন্দটা পেয়ে গিয়েছিলাম। অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করে ভাল লাগছে।’’

ব্যাট হাতে নিশাম চমক দেখালেও ব্যাটিংয়ে জ্বলে উঠলেন কেন উইলিয়ামসন। ৯৯ বলে অপরাজিত ৭৯ রান করেন তিনি। অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর ফিরে যান ৫২ বলে ৪৮ রান করে।

Advertisement

আগের ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে জিতেছিল নিউজ়িল্যান্ড। এ দিন টস জিতে নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করতে পাঠিয়েছিলেন আফগানিস্তানকে। ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে নিউজ়িল্যান্ডের বোলারদের বিরুদ্ধে ছন্দেই ছিলেন আফগানদের দুই ওপেনার হজ়রতুল্লাহ জ়াজ়াই (৩৪) ও নুর আলি জ়াদরান (৩১)। দু’জনের জুটিতে প্রথম দশ ওভারে ৬১ রান তোলে আফগানিস্তান। কিন্তু এর পরেই ১০.৫ ওভারে জিমি নিশামের বলে কলিন মুনরোর হাতে জ়াজ়াই ক্যাচ দিয়ে ফিরতেই উইকেটের পতন শুরু হয় আফগানদের। পরের ওভারেই লকি ফার্গুসনের বলে ফিরে যান জ়াদরান। ১২.৩ ওভারের মধ্যে দ্রুত ৬৬-৩ হয়ে গিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে আফগান ইনিংসের হাল ধরেন হাশমাতুল্লাহ শাহিদি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি (৯৯ বলে ৫৯)। ন’টি চার সহযোগে ইনিংস সাজিয়েছিলেন তিনি। ৩৩.৪ ওভারে লকি ফার্গুসনের বলে হেলমেটে আঘাত পান রশিদ খান। সেই বল উইকেটে লাগায় আউট হন তিনি।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement