৬০০ তম ইনিংসেও উইকেটের পেছনে সমান মেজাজে ধোনি। ছবি: এপি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে নতুন বিশ্ব রেকর্ড করে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি প্রথম উইকেট রক্ষক, যিনি ৬০০টি আন্তর্জাতিক ইনিংসে উইকেট কিপিং করলেন। এর আগে কোনও উইকেটরক্ষকই ৬০০-এর গন্ডি পেরোননি।
শুধু তাই নয়, ধোনি এই মুহূর্তে সর্বাধিক স্টাম্পিং-এরও মালিক। এখনও পর্যন্ত ৫৩০টি ম্যাচ খেলে তিনি মোট ১৯৩ জনকে স্টাম্প আউট করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটরক্ষক কুমার সঙ্গাকারা যিনি মোট ৫৯৪ আন্তর্জাতিক ইনিংসে উইকেট কিপিং করেছেন।
তবে এত কিছুর পরেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটের পেছনে ধোনির পারফরম্যান্সের অনেকটাই খামতি দেখা গিয়েছে। বল তালুবন্দি করতে মাঝেমধ্যেই বেগ পেতে দেখা গিয়েছে ধোনিকে। বল হাত থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল বার বার। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজনেরা।
যদিও চহালের বলে আন্দিল ফেলুকওয়্যাওকে স্টাম্প করে আবারও ভক্তদের মন জিতে নেন মহেন্দ্র সিংহ ধোনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচের আগে যে জায়গাগুলো চিন্তায় রাখল ভারতকে
আরও পড়ুন: রোহিত পেলেন ১০-এ ১০, কোহালি... রইল মেন ইন ব্লু-র মার্কশিট