২০২০ সালের পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। পুরুষদের ভারতীয় দল রয়েছে গ্রুপ ২-এ। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান রয়েছে এই গ্রুপে। বিরাট কোহালিরা টুর্নামেন্ট শুরু করবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলে।
গ্রুপ ১-এ পুরুষদের ক্রিকেট দলে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দু’টি কোয়ালিফায়ার দল।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিডনিতে ম্যাচ খেলে বিশ্বকাপ শুরু হবে হরমনপ্রীতদের। গ্রুপ-এ-তে রয়েছেন প্রীতরা। সেখানেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অপর এক কোয়ালিফায়ার দলের মুখোমুখি হবেন তাঁরা।
মহিলা ক্রিকেট দলে গ্রুপ বি-তে রয়েছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, কোয়ালিফায়ার ২ দল।
২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে মহিলাদের বিশ্বকাপ, এর মধ্যে গ্রুপ পর্যায়ের ম্যাচ চলবে ৩ মার্চ পর্যন্ত। পুরুষ ও মহিলা দুই ক্রিকেট দলেরই ফাইনাল হবে মেলবোর্নের মাঠে।
৫ মার্চ হবে সেমিফাইনাল। ৮ মার্চ হবে মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলা। আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখেই এই দিন ম্যাচের ভাবনা।
পুরুষ বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্যায়ের ম্যাচ চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। গ্রুপ পর্যায়ের ম্যাচ চলবে ২৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর।
১১ ও ১২ নভেম্বর হবে সেমিফাইনাল। ১৫ নভেম্বর হবে পুরুষদের বিশ্বকাপের ফাইনাল খেলা। পুরুষ ও মহিলা দুই দলের খেলায় নজর থাকবে ক্রীড়াপ্রেমীরদের।
১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিরাট বাহিনীর লড়াই। প্রায় ৯২ হাজার মানুষ রোজ খেলা দেখতে আসবেন, এমনটাই আশা করছে আইসিসি। ১৫ নভেম্বর হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল।