মহেন্দ্র সিংহ ধোনি কিছু দিন আগেই তাঁর ওয়ান ডে ব্যাটিং নিয়ে যা মন্তব্য করেছিলেন তা নিয়ে ঝড় কম ওঠেনি। তবে ভারতীয় অধিনায়কের মতো সিনিয়র ক্রিকেটার তাঁর ব্যাটিং নিয়ে যতই নেতিবাচক কথা বলুন না কেন, তিনি— অজিঙ্ক রাহানে কিন্তু সেটা ইতিবাচক ভাবেই নিচ্ছেন।
বাংলাদেশ সফরে দুটি ওয়ান ডে থেকে রাহানেকে বাদ দেওয়া নিয়ে ধোনি বলেছিলেন, ‘‘উপমহাদেশে ওর খুচরো রান নিতে সমস্যা হয়।’’ তার প্রায় এক সপ্তাহের মধ্যেই জিম্বাবোয়ে সফরের ক্যাপ্টেন ঘোষিত হন রাহানে। জিম্বাবোয়ে রওনা হওয়ার ২৪ ঘণ্টা আগে সোমবার সাংবাদিক সম্মেলনে রাহানে বলে দেন, ‘‘ধোনি ভাই আমায় যা বলেছে আমি সেটা ইতিবাচক ভাবেই নিচ্ছি। ওই কথাটা মাথায় রেখে আমাকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ সফর এখন আমার কাছে অতীত। ওয়ান ডে-তে আরও ধারাবাহিক হতে হবে, এই লক্ষ্যটাই এখন মাথায় ঘুরছে।’’ পাশাপাশি টিমে সিনিয়র-জুনিয়র তত্ত্বে তিনি বিশ্বাস করেন না বলে জানিয়ে দেন রাহানে। বলেছেন, ‘‘একটা দলে সিনিয়র বা জুনিয়র বলে কিছু হয় না। ১৫ জন প্লেয়ারই সমান গুরুত্বপূর্ণ। তাঁদের নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। ক্যাপ্টেন হিসেবে আমার উপর টিমের সবার সমর্থন রয়েছে।’’ সঙ্গে সিনিয়র ক্রিকেটার হরভজন সিংহের প্রশংসা করেন রাহানে।