মোহনবাগান ৩ (জেজে, গ্লেন-২)
সালগাওকর ১ (ডাফি)
অ্যাওয়ে ম্যাচে বড় জয় পেল মোহনবাগান। গোয়ায় সালাগাওকরকে শুরু থেকেই চাপে রেখে হারিয়ে দিল সনি নর্ডিরা। প্রথমার্ধেই তিন গোল করে ফেলেছিলেন জেজে, গ্লেন। দ্বিতীয়ার্ধে এক গোল করে সালগাওকরের হয়ে ব্যবধান কমান ডাফি। কিন্তু দ্বিতীয়ার্ধে আর গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধের তিন গোলের সুবাদে ৩-১ গোলে ম্যাচ জিতে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান। একটি গোল করলেন জেজে লালপেখলুয়া ও জোড়া গোল করলেন কর্নেল গ্লেন। ধরে রাখল এখনও আই লিগে একটিও ম্যাচ না হারার রেকর্ড। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন গিলবার্ত অলিভিয়েরা। শেষ ১০ মিনিট ১০ জনে খেলতে হল সালগাওকরকে। ঘরের মাঠে হেরে এখন বেশ সমস্যায় গোয়ার দল।
• ম্যাচের ফল মোহনবাগান ৩- সালগাওকর ১।
•ম্যাচ শেষে গোয়ায় এই পর্বের প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান।
• ম্যাচ শেষ।
• অবনমনে রয়েছে সালগাওকর। তার উপর এই হারে আরও সমস্যায় গোয়ার দল।
• সময় নষ্ট করার জন্য হলুজ কার্ড দেখলেন কিংশুক দেবনাথ।
• ৯০ মিনিট, তিন মিনিট অতিরিক্ত সময়।
• ৮৮ মিনিট, জেজের শট অল্পের জন্য বাইরে গেল।
• ৮১ মিনিট, হলুদ কার্ড বিক্রমজিতের।
• ৮১ মিনিট, জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন গিলবার্ত অলিভিয়েরা। বাকি ১০ মিনিট ১০ জনে খেলতে হবে সালগাওকরকে।
• ৭৬ মিনিট, হলুদ কার্ড অগাস্টিন ফার্নান্ডেজের।
• ৭৪ মিনিট, মোহনবাগানে পরিবর্তন। ব্রেন্ডন ফার্নান্ডেজের জায়গায় এলেন বিক্রমজিৎ সিংহ।
• জ্যাকি চাঁদের ক্রস থেকে গোল করে গেলেন ড্যারেল ডাফি।
• ৭১ মিনিট, গোওওওল.... ডাফির গোলে ব্যবধান কমাল সালগাওকর।
• ৬২ মিনিট, হলুদ কার্ড দেখলেন রাজু গায়কোয়াড়।
• ৬০ মিনিট, অল্পের জন্য গোল হজম করা থেকে বাঁচল মোহনবাগান। জায়গায় ছিলেন না দেবজিৎ। ডাফির শট সেত্যাসেন গোলে রাখতে পারলেন না।
• ৫৮ মিনিট, সালগাওকরে পরিবর্তন। গুরজিন্দর কুমারের জায়গায় এলেন হাওকিপ।
• ৫৩ মিনিট, এই প্রথম ডাফিকে দেখা গেল গোলমুখি শট নিতে। যেটা অনেকটাই টার্গেটে থাকলেও আটকে গেল দেবজিতের হাতে।
• ৫২ মিনিট, করণজিতের হাতে আটকে গেল গ্লেনের গোলমুখি শট।
• ৫০ মিনিট, বাগানের আক্রমণে রীতিমতো সমস্যায় সন্তোষ কাশ্যপের ছেলেরা।
• ৪৯ মিনিট, রাজুর থেকে বক্সের মধ্যেই বল পেয়ে গিয়েছিল জেজে। কিন্তু অল্পের জন্য বাইরে গেল বল।
• ৪৮ মিনিট, জ্যাকির ক্রস বাইরে গেল।
• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
• প্রথমার্ধ শেষে মোহনবাগান ৩, সালগাওকর ০।
যেখানে এএফসি কাপের ম্যাচ শেষ করেছিল। সেখান থেকেই সালগাওকরের বিরুদ্ধে আই লিগের অ্যাওয়ে ম্যাচে শুরু করল মোহনবাগান। ওখানে বিদেশি দলকে পাঁচ গোল দিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা। আর প্রথমার্ধের শেষেই সালগাওকরকে তিন গোল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রথম দলের দু’জন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকলেও মোহনবাগানকে হেলাফেলা করার কোনও কারণ নেই। শুরু করলেন জেজে। প্রথমার্ধ শেষ করলেন গ্লেন। জোড়া গোল করলেন তিনি। দ্বিতীয়ার্ধে এবার গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার পালা। • সঙ্গে রক্ষণকেও একইভাবে সচল থাকতে হবে।
• ৪৫.২ মিনিট, রেফারির সঙ্কে তর্ক করে হলুদ কার্ড দেখলেন ড্যারেল ডাফি।
• কাউন্টার আক্রমণে লেনি রডরিগেজ থেকে বল পেয়ে রেগানকে কাটিয়ে করনজিতের পাস দিয়ে গোলে বল পাঠান কর্নেল গ্লেন।
• ৪৫+১ মিনিট, আবার গোল... আবার গ্লেন।
• ৪৫ মিনিট, তিন মিনিট অতিরিক্ত সময়।
• ৪২ মিনিট, মোহনবাগান অর্ধে পৌঁছে গেলেও কাজে লাগাতে পারল না সালগাওকর।
• ফাউল না দেওয়ায় রেফারির প্রতি বিরক্ত প্রকাশ সালগাওকর সমর্থকদের।
• ৪০ মিনিট, সালগাওকর গ্যালারিতে হালকা উত্তেজনা।
• ৩৪ মিনিট, মোহনবাগানের দাপটে আক্রমণেই উঠতে পারছে না সালগাওকর।
• সনির কর্নার প্রথমে ক্লিয়ার করে দেন করনজিৎ। কিন্তু সেই বল প্রায় মাঝমাঠে পেয়ে যান কাটসুমি। সেখান থেকেই তাঁর শট এডারের গায়ে ধাক্কা খেয়ে বক্সের মধ্যেই গ্লেনের পায়ে এসে পরে। সেখান থেকে গোল চিনে নিতে ভুল করেনি গ্লেনের শট।
• ৩০ মিনিট, কর্নেল গ্লেনের গোলে ২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।
• ৩০ মিনিট, গোওওওওওওল....
• ২৪ মিনিট, বক্সের বাইরে ব্রেন্ডনকে ফাউল করে মোহনবাগানকে ফ্রিকিক পাইয়ে দিলেন গুরজিন্দর।
• ২২ মিনিট, কাটসুমিকে ট্যাকেল করে হলুদ কার্ড দেখলেন মার্টিন স্কট।
• ২০ মিনিট সালগাওকরে পরিবর্তন। আলেশ সাবন্তের জায়গায় এলেন জ্যাকিচাঁদ সিংহ।
• ১৮ মিনিট, মিস পাস। বক্সের মধ্যেই ছিলেন জেজে। কিন্তু গ্লেনের পাস জমা হল রেগানের পায়ে।
• ১৭ মিনিট, এই মুহূর্তে রক্ষণ সামলাতে ব্যস্ত সালগাওকর।
• গোল করলেন জেজে লালপেখলুয়া। সনি থেকে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে পরেছিলেন লেনি রজরিগেজ। তাঁর শট প্রথমে বাঁচিয়ে দেন করণজিৎ সিংহ। ফিরতি বলে পিছন থেকে উঠে এসে গোল করে যান জেজে।
• ১৩ মিনিট, গোওওওওওল.....
• ৮ মিনিট, ব্রেন্ডনের কর্নার সরাসরি জমা হল সালগাওকর গোলকিপার করণজিতের হাতে।
• ৪ মিনিট, শুরু থেকেই গ্লেন, জেজে, কাটসুমি, সনি চাপে রাখছে সালগাওকর রক্ষণকে।
• ৩মিনিট, অগাস্টিনের ফ্রিকিক থেকে এডারের হেড সরাসরি দেবজিতের হাতে।
• ২ মিনিট, জেজে, কর্নেলের যৌথ প্রচেষ্টা অল্পের জন্য বাইরে গেল।
• ২ মিনিট, শুরুতেই সহজ সুযোগ নষ্ট মোহনবাগানের।
• খেলা শুরু।
আজ আই লিগের ম্যাচ ঘিরে জমজমাট ভাস্কো। মোহনবাগান খেলবে সালগাওকরের বিরুদ্ধে। গোয়ার গরম আর আদ্রতার সঙ্গে মানিয়ে নিয়েই ড্যারেল ডাফিকে আটকানোর পরিকল্পনা করেছেন সঞ্জয় সেন। দলে বাধ্য হয়েই জোড়া পরিবর্তন আনাটা চিন্তার হলেও বাগান কোচ সেসব নিয়ে ভাবতে রাজি নন। যা আছে তাই দিয়েই বাজিমাত করতে প্রস্তুত তিনি। লিগে অপরাজিত তকমাটা গোয়া থেকেও নিয়ে ফিরতে চায় মোহনবাগান। এমন অবস্থায় মোহনবাগানকে আত্মবিশ্বাস দিচ্ছে এএফসি কাপে গুয়াহাটি থেকে বড় জয় তুলে নেওয়া। সেই খেলাটাই আই লিগেও খেলতে চাইবে পুরো দল। ধারাবাহিকতাটাই যে আসল কথা জানে সকলেই। এমন অবস্থায় গোয়ায় তিন পয়েন্টের জন্য ঝাঁপালেও এক পয়েন্ট নিয়ে ফিরলেও অনেকটাই পাওয়া হবে।
মোহনবাগান: দেবজিৎ মজুমদার, রাজু গায়কোয়াড়, কিংশুক দেবনাথ, সঞ্জয় বালমুচু, ধনচন্দ্র সিংহ, লেনি রডরিগেজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, কাটসুমি ইউসা, সনি নর্ডি, জেজে লালপেখলুয়া, কর্নেল গ্লেন।
আরও খবর
মোহনবাগানের সামনে আজ গোয়ার গরম সঙ্গে ড্যারেল ডাফি