East Bengal

বড় সমস্যায় সুপার কাপ। ধীরে চলো নীতি ইস্টবেঙ্গলের  

আই লিগ-সহ বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে ১৮ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছিল আই লিগ খেলা ক্লাবগুলো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ২০:৪১
Share:

সুপার কাপে কী করবে ইস্টবেঙ্গল? —ফাইল ছবি

বড় সমস্যায় সুপার কাপ। আই লিগ খেলা ক্লাবগুলো এক যোগে সুপার কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাই সিটি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, নেরোকা, আইজল, গোকুলম, মিনার্ভা পঞ্জাব ফেডারেশনের কাছে সম্মিলিতভাবে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে তারা সুপার কাপে দল পাঠাবে না। সেই চিঠি পেয়ে ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, ‘‘আপনাদের সঙ্গে মিটিংয়ে কবে বসা হবে, সে সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে।’’

Advertisement

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য টুর্নামেন্ট বয়কটের সঙ্গে সহমত পোষণ করছেন না। কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ্যাকের কাছে চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

খেলার কুইজ

Advertisement

দেবব্রতবাবুর বক্তব্য, ‘‘আমরা চেয়ারম্যানের কাছে চিঠি পাঠাচ্ছি। ওঁকে জানাব, আমরা খেলার পক্ষে। খেলা ছেড়ে পালিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের ইতিহাস নয়। চেয়ারম্যান বিবেচক মানুষ। নিশ্চয় উনি বুঝবেন সমস্যাটা কোথায়।’’

আরও পড়ুন: আইনজীবীদের সঙ্গে আলোচনা ইস্টবেঙ্গলের

আরও পড়ুন: চেন্নাই-মিনার্ভা ম্যাচের রিপোর্ট কী দিলেন ম্যাচ কমিশনার?

আই লিগ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে জানতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে ১৮ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছিল আই লিগ খেলা ক্লাবগুলো। আই লিগের ভবিষ্যৎ নিয়ে কোনও রূপরেখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পাঠানো চিঠির জবাব পায়নি ক্লাবগুলো। এরই প্রতিবাদে সুপার কাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। ইস্টবেঙ্গল এখন কী করে সেটাই দেখার। সব মিলিয়ে শুরুর আগেই সুপার কাপ নিয়ে অঙ্ক জটিল হচ্ছে।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement