I League 2019-20

ফিলিপকে নিয়ে অস্বস্তির মধ্যেই আত্মবিশ্বাসী কিবু

মোহনবাগান কোচ অদ্ভুত ভাবে ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর ক’টা ম্যাচ জিতলে খেতাব নিশ্চিত?

Advertisement

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১২
Share:

প্রস্তুতি: অনুশীলনে মগ্ন বাবা ও বেইতিয়া (ডান দিকে)। নিজস্ব চিত্র

আই লিগে টানা ন’ম্যাচে অপরাজিত মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষ স্থানে জোসেবা বেইতিয়ারা। সমর্থকেরা আই লিগ জয়ের আগাম উৎসবও শুরু করে দিয়েছেন। ব্যতিক্রম কিবু ভিকুনা।

Advertisement

মোহনবাগান কোচ অদ্ভুত ভাবে ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর ক’টা ম্যাচ জিতলে খেতাব নিশ্চিত? প্রথম দলের চার ফুটবলার— ফ্রান গঞ্জালেস, ফ্রান মোরান্তে, জোসেবা বেইতিয়া ও আশুতোষ মেহতা ইতিমধ্যেই তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। আজ, শুক্রবার কল্যাণীতে নেরোকা এফসির বিরুদ্ধে ফের কেউ কার্ড দেখার অর্থ, ২২ ফেব্রুয়ারি গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল থেকে ছিটকে যাওয়া। এই পরিস্থিতিতে ম্যাচে কি বেইতিয়াদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন সবুজ-মেরুন কোচ?

প্রশ্ন ভিন্ন হলেও কিবুর উত্তর একই। মোহনবাগান কোচ বলছেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কতগুলো ম্যাচ জেতা উচিত, তা নিয়ে আগ্রহী নই। আমি শুধু নেরোকা ম্যাচ নিয়েই ভাবছি। আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’’ তিনি যোগ করেন, ‘‘ফুটবলের সব চেয়ে নেতিবাচক দিক হচ্ছে, সব ভুলে ভবিষ্যতের কথা ভাবা। ফুটবলারদেরও বলে দিয়েছি, শুধু নেরোকা ম্যাচ নিয়ে ভাবো।’’

Advertisement

শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সব কোচই সেরা দল নামাতে চান। তাই নির্বাসনের খাঁড়া ঝুলছে যে ফুটবলারদের মাথার উপরে, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের খেলানোর ঝুঁকি নেন না। কিন্তু কিবুর দর্শন সম্পূর্ণ আলাদা। বৃহস্পতিবার দুপুরে মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠকে বলে দিলেন, ‘‘আগেও বলেছি, আমি শুধু এই ম্যাচটা নিয়েই ভাবছি। কার্ড দেখে রয়েছে বলে পরের ম্যাচের কথা ভেবে আমি ওদের শুক্রবার না-ও খেলাতে পারি। কিন্তু চার্চিল ম্যাচের আগে যদি ওদের মধ্য থেকে কেউ অনুশীলনে চোট পেয়ে ছিটকে যায় তখন কী হবে? ’’

এগারো দলের আই লিগে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেরোকা। প্রথম পর্বে মণিপুরে গিয়ে তাদের ৩-০ হারিয়েছিল মোহনবাগান। তা সত্ত্বেও প্রতিপক্ষকে নিয়ে উদ্বিগ্ন কিবু। গত দু’দিন ধরে যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনে কখনও তিনি জোর দিয়েছেন সেট-পিসে। কখনও আবার প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে। সবুজ-মেরুনের স্পেনীয় কোচ বলছেন, ‘‘সুভাষ সিংহ, গোবিন সিংহ ও ফিলিপ আজা যোগ দেওয়ায় নেরোকার শক্তি অনেক বেড়ে গিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ডার্বিতে ট্রাউকে ৫-০ হারিয়েছে ওরা।’’ তিনি যোগ করেন, ‘‘ফিলিপ গোল খুব ভাল চেনে। খেলা তৈরি করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

ফিলিপকে নিয়ে সবুজ-মেরুন শিবিরে উদ্বেগ বাড়ার অন্যতম কারণ চোটের জন্য ড্যানিয়েল সাইরাসের না থাকা। কিবু বলছিলেন, ‘‘ড্যানিয়েল অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। কিন্তু ওকে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না। একশো শতাংশ সুস্থ

ড্যানিয়েলকেই আমরা চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement