ক্রিকেটমাঠে অসংখ্য মণিমানিক্য ছড়িয়ে দিয়েছিলেন সচিন। —ফাইল চিত্র।
ক্রিজে ব্রায়ান লারা, জ্যাক কালিস, রিকি পন্টিং এলে তাঁদের দ্রুত আউট করতে চাইতেন তিনি। কিন্তু সচিন তেন্ডুলকর ব্যাট করতে এলে বিভোর হয়ে তাঁর ব্যাটিং দেখতেন। ‘মাস্টার ব্লাস্টার’কে ফেরাতে চাইতেন না। ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
ভারত ও পাকিস্তানের ক্রিকেট মাঠে ক্রিকেট বৈরীতার কথা সবাই জানেন। ২০০৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সচিনের ইনিংস সবারই মনে আছে। সচিন উইকেটে এলে তাঁকে দ্রুত ফেরত পাঠাতে চাইতেন আক্রম-শোয়েবরা।
লতিফ উল্টো সুরে বললেন, ‘‘আমি যখন কিপিং করতাম, তখন অনেককেই ব্যাট করতে দেখেছি। কিন্তু সচিন ব্যাট করতে নামলে আমার হৃদয় চাইত না, ও আউট হোক। সচিনকে ব্যাট করতে দেখতে দারুণ লাগত। টিভিতে নয়, কিপিং করার সময়ে সচিনের ব্যাটিং খুব উপভোগ করতাম।’’
আরও পড়ুন: কোহালি ক্রিকেটের ফেডেরার, মত এবির
সচিনের ব্যবহারের কথাও বলেছেন রশিদ লতিফ। ‘মাস্টার ব্লাস্টার’কে কিছু বললে পাল্টা কিছু বলতেন না। লতিফ বলছেন, ‘‘সচিনকে কিছু বললে ও হাসত। পাল্টা কিছু বলত না।’’ সচিনের ব্যবহারেও মজেছেন রশিদ লতিফ।