জিব্রাল্টার প্রণালী জয়ের পর তাহরিনার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। নিজস্ব চিত্র।
জিব্রাল্টার প্রণালী পার করলেন উলুবেড়িয়ার নিমদীঘির সাঁতারু তাহরিনা নাসরিন। ২৮ বছরের তাহরিনা স্পেনের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২ টা ৩৩ মিনিটে জিব্রাল্টার প্রণালী পার করেন।
তারিফা (সি ওরিডিজ) থেকে মরক্কো পর্যন্ত ১৫.১ কিলোমিটার জিব্রাল্টার প্রণালী পার করতে তাঁর সময় লেগেছে ৪ ঘন্টা ২৩ মিনিট। বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ মিনিটে তিনি স্পেনের তারিফা দ্বীপ থেকে সাঁতার শুরু করেন। দুপুর ২ টো ৩৩ মিনিটে মরোক্কোতে তার সাঁতার শেষ হয়। জিব্রাল্টার প্রণালী জয় করে খুশি তাহরিনা। তিনি এই সাফল্য উৎসর্গ করেছেন প্রয়াত সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য এবং ও বাবা আফসার আহমেদকে।
গত ৮ অগষ্ট বাবার সঙ্গে তাহরিনা স্পেনের বিমানে ওঠেন। ৯ অগস্ট স্পেন পৌছন। ১১ অগস্ট জলে নামেন তিনি। তাহরিনা জানিয়েছেন, জ্বর নিয়েই সাঁতার কেটেছেন। প্রণালী পার হতে তাঁকে একের পর এক বাধার সামনে পড়তে হয়। মেঘলা আবহাওয়ায় জলের স্রোত ছিল স্বাভাবিকের থেকে বেশি। সঙ্গে বড় বড় জাহাজের ঢেউ, জলে ভাসমান তেল, জেলিফিস-সহ নানা সামুদ্রিক প্রাণীর উপস্থিতি। ফলে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। সফল হওয়ার আনন্দেই তাহরিনার সেই কষ্ট লাঘব হয়েছে।
আগে একাধিক প্রণালী পার হয়েছেন তিনি। ২০১৫ সালে ইংলিশ চ্যানেল জয় করেন। জিব্রাল্টার প্রণালী জয়ের আগে তাঁকে বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল। ২০১৮ সাল থেকে তিন বার আবেদন করেও স্পেনের ভিসা পাননি। পরে দিল্লি গিয়ে অনেক চেষ্টা করে ভিসা পান।
আয়কর দফতরের কর্মী তাহরিনার লক্ষ্য নর্থ আইরিস চ্যানেল (৩৪.৫ কিলোমিটার), নিউজিল্যান্ডের কুক স্ট্রিট চ্যানেল (২২ কিলোমিটার) এবং আমেরিকার ক্যাথেলিনা চ্যানেল (৩২ কিলোমিটার) জয় করা।