ধোনি ও যুবরাজ। —ফাইল চিত্র।
বয়স ৩৬ হয়ে গেল। এই মুহূর্তে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সিরিজ জিতে সেখানেও ভারতীয় দলের সদস্যরা দারুণভাবে পালন করেছেন ক্যাপ্টেন কুলের জন্মদিন। সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সেই তালিকায় যেমন রয়েছেন যুবরাজ সিংহ তেমনই রয়েছেন মহম্মদ কাইফ, বীরেন্দ্র সহবাগরা।
আরও খবর: দাদা দাদা - কুল কুল
তিন দিন আগেই সাক্ষীর সঙ্গে বিয়ের সাত বছর পেড়িয়ে এসেছেন ধোনি। তাঁর সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাক্ষী ও মেয়ে জিবা। তাই দল ও পরিবার দু’জনকে একসঙ্গে এমন দিনে পাওয়াটাও ধোনির কাছে বড় উপহার। পরের জন্মদিনে আদৌ তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তাই হয়তো এই জন্মদিনটি মাহির জীবনে আরও বেশি স্পেশাল।
তাঁর জন্মদিনের রাতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩১এ সিরিজ জিতে নিয়েছে ভারত। তৃীতয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর চতুর্থ ম্যাচে মন্থরতম হাফ সেঞ্চুরি করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল মাহিকে। কিন্তু শেষ করলেন সিরিজে ১৫৪ রান করে।
যুবরাজ সিংহ রয়েছেন দলের সঙ্গেই। সামনে থেকে শুভেচ্ছা জানিয়েও তিনি থামেননি। টুইটারে লেখেন ‘‘এই দিন বার বার ফিরে আসুক মিস্টার হেলিকপ্টার।’’ মহম্মদ কাইফ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ।’’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। দারুণ কাটুক আগামী বছর।’’ সহবাগ লেখেন ‘‘সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি ভারতীয় ফ্যানদের অনেক ভাল মুহূর্ত উপহার দিয়েছে।’’
তিন দিন আগেই সাক্ষীর সঙ্গে বিয়ের সাত বছর পেড়িয়ে এসেছেন ধোনি। তাঁর সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাক্ষী ও মেয়ে জিবা। তাই দল ও পরিবার দু’জনকে একসঙ্গে এমন দিনে পাওয়াটাও ধোনির কাছে বড় উপহার। পরের জন্মদিনে আদৌ তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তাই হয়তো এই জন্মদিনটি মাহির জীবনে আরও বেশি স্পেশাল।
তিন দিন আগেই সাক্ষীর সঙ্গে বিয়ের সাত বছর পেড়িয়ে এসেছেন ধোনি। তাঁর সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাক্ষী ও মেয়ে জিবা। তাই দল ও পরিবার দু’জনকে একসঙ্গে এমন দিনে পাওয়াটাও ধোনির কাছে বড় উপহার। পরের জন্মদিনে আদৌ তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তাই হয়তো এই জন্মদিনটি মাহির জীবনে আরও বেশি স্পেশাল।
তাঁর জন্মদিনের রাতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩১এ সিরিজ জিতে নিয়েছে ভারত। তৃীতয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর চতুর্থ ম্যাচে মন্থরতম হাফ সেঞ্চুরি করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল মাহিকে। কিন্তু শেষ করলেন সিরিজে ১৫৪ রান করে।
যুবরাজ সিংহ রয়েছেন দলের সঙ্গেই। সামনে থেকে শুভেচ্ছা জানিয়েও তিনি থামেননি। টুইটারে লেখেন ‘‘এই দিন বার বার ফিরে আসুক মিস্টার হেলিকপ্টার।’’ মহম্মদ কাইফ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ।’’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। দারুণ কাটুক আগামী বছর।’’ সহবাগ লেখেন ‘‘সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি ভারতীয় ফ্যানদের অনেক ভাল মুহূর্ত উপহার দিয়েছে।’’
তিন দিন আগেই সাক্ষীর সঙ্গে বিয়ের সাত বছর পেড়িয়ে এসেছেন ধোনি। তাঁর সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাক্ষী ও মেয়ে জিবা। তাই দল ও পরিবার দু’জনকে একসঙ্গে এমন দিনে পাওয়াটাও ধোনির কাছে বড় উপহার। পরের জন্মদিনে আদৌ তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তাই হয়তো এই জন্মদিনটি মাহির জীবনে আরও বেশি স্পেশাল।
তাঁর জন্মদিনের রাতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩১এ সিরিজ জিতে নিয়েছে ভারত। তৃীতয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর চতুর্থ ম্যাচে মন্থরতম হাফ সেঞ্চুরি করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল মাহিকে। কিন্তু শেষ করলেন সিরিজে ১৫৪ রান করে।
যুবরাজ সিংহ রয়েছেন দলের সঙ্গেই। সামনে থেকে শুভেচ্ছা জানিয়েও তিনি থামেননি। টুইটারে লেখেন ‘‘এই দিন বার বার ফিরে আসুক মিস্টার হেলিকপ্টার।’’ মহম্মদ কাইফ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ।’’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। দারুণ কাটুক আগামী বছর।’’ সহবাগ লেখেন ‘‘সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি ভারতীয় ফ্যানদের অনেক ভাল মুহূর্ত উপহার দিয়েছে।’’
তিন দিন আগেই সাক্ষীর সঙ্গে বিয়ের সাত বছর পেড়িয়ে এসেছেন ধোনি। তাঁর সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাক্ষী ও মেয়ে জিবা। তাই দল ও পরিবার দু’জনকে একসঙ্গে এমন দিনে পাওয়াটাও ধোনির কাছে বড় উপহার। পরের জন্মদিনে আদৌ তিনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন। তাই হয়তো এই জন্মদিনটি মাহির জীবনে আরও বেশি স্পেশাল।
তাঁর জন্মদিনের রাতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩১এ সিরিজ জিতে নিয়েছে ভারত। তৃীতয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর চতুর্থ ম্যাচে মন্থরতম হাফ সেঞ্চুরি করে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল মাহিকে। কিন্তু শেষ করলেন সিরিজে ১৫৪ রান করে।
যুবরাজ সিংহ রয়েছেন দলের সঙ্গেই। সামনে থেকে শুভেচ্ছা জানিয়েও তিনি থামেননি। টুইটারে লেখেন ‘‘এই দিন বার বার ফিরে আসুক মিস্টার হেলিকপ্টার।’’ মহম্মদ কাইফ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা করেছ তার জন্য ধন্যবাদ।’’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন ‘‘জন্মদিনের শুভেচ্ছা। দারুণ কাটুক আগামী বছর।’’ সহবাগ লেখেন ‘‘সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি ভারতীয় ফ্যানদের অনেক ভাল মুহূর্ত উপহার দিয়েছে।’’