পন্থের জন্য পরামর্শ প্রাক্তন ক্রিকেটারদের। —ফাইল চিত্র।
ঋষভ পন্থ দারুণ এক প্রতিভা। বিশ্বের অন্যতম সেরা হয়ে ওঠার মশলা রয়েছে রয়েছে ওর মধ্যে। তবে পন্থকে মানসিক প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ এমন উপদেশই দিলেন পন্থকে।
সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পন্থকে। একের পর এক সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋদ্ধিমান সাহাকে রিজার্ভ বেঞ্চে রেখে পন্থকে খেলানো হয়েছিল। কিন্তু সেই দুটো টেস্ট ম্যাচেও ব্যর্থ হন পন্থ। তবুও তাঁর পাশে থেকেছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা।
আরও পড়ুন: সরকার চাইলে ইডেনে কোয়রান্টিন কেন্দ্র, প্রস্তাব দিলেন সৌরভ
হগ তাঁর অফিসিয়াল টুইটার পেজে পন্থ সম্পর্কে লিখেছেন, ‘‘ঋষভ পন্থ যখন ব্যাট করতে নামে, তখন আমি টেলিভিশন খুলে বসি। পন্থ একজন এন্টারটেনার। কখন কী করতে হবে, সেটা জানা নেই পন্থের। ওর এক জন মেন্টাল ট্রেনার দরকার। অনেক ক্রীড়াবিদই মেন্টাল ট্রেনারের পরামর্শ নিয়ে থাকেন।’’
দিন কয়েক আগে আর এক প্রাক্তন অজি তারকা ব্র্যাড হ্যাডিন ভারতের তরুণ উইকেটকিপারকে পরামর্শ দিয়ে বলেছিলেন, নিজের পরিচয় তৈরি করতে হবে। কাউকে নকল করার দরকার নেই।
আরও পড়ুন: করোনা-যুদ্ধে ২৫ লক্ষ দিচ্ছে সিএবি
একসময়ের প্রাক্তন তারকাদের পরামর্শ পন্থ মেনে চলেন কি না, সেটা পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে।