ডিফেন্সের জঘন্য পারফরম্যান্সই এখন ভারতীয় হকি টিমের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব হকি লিগ সেমিফাইনালে রক্ষণের জন্যই বারবার সমস্যায় পড়তে হয়েছে সর্দার সিংহদের। আজ শুক্রবার বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামার আগেও রক্ষণের ভাবনায় কপালের ভাঁজ যেন আরও চওড়া হয়েছে ভারতীয় দলের ডাচ কোচ ফান আসের। রাখঢাক না করেই তিনি বলে দিয়েছেন, ‘‘মালয়েশিয়ার বিরুদ্ধে জিতলেও রক্ষণ নিয়ে সমস্যা রয়েছে। সে দিকে আমাদের বাড়তি নজর দিতে হবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরুতে গোল পেলেও সেটা ধরে রাখতে পারিনি। উল্টে পিছিয়ে পড়তে হয়েছে। এ রকম ঘটনা সেমিফাইনালে ঘটলে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। কারণ বেলজিয়াম খুব শক্তিশালী প্রতিপক্ষ।’’
গ্রুপ লিগ থেকে যদি ভারতের পারফরম্যান্স দেখা যায় তবে একমাত্র পোল্যান্ড ছাড়া বাকি দলগুলোর বিরুদ্ধে অন্তত দু’গোল করে হজম করেছেন রূপিন্দর-সর্দাররা। গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচে ১৩ গোল করেছে ফান আসের টিম। আর পাল্টা গোল খেয়েছে ১২টি।