ছবি: সংগৃহীত।
যে কোনও ভাবে টোকিয়ো অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করা ছাড়া অন্য কোনও কিছু ভাবছে না ভারতীয় হকি দল। বুধবার এ কথা জানালেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ।
মনপ্রীত বলেছেন, ‘‘অলিম্পিক্সের খুব বেশি দেরি নেই। আমরাও দিন গুনছি। সামনে যোগ্যতা অর্জনের কঠিন সব পরীক্ষা। যে কোনও ভাবে এই পরীক্ষায় সফল হতে গোটা দলটাই এই মুহূর্তে তৈরি।’’ ভারত-অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমাদের কাছে দেশ সবার আগে। সামনের টুর্নামেন্টগুলোয় দেশের জন্য নিজেদের সেরা খেলা খেলতেই হবে। চোটমুক্ত থাকতে হবে। তার বাইরে অন্য কিছু ভাবার অবকাশ নেই।’’ যোগ করেছেন, ‘‘আমাদের কোচিং দলের প্রত্যেক সদস্য দিন-রাত পরিশ্রম করে চলেছে। ওরাই আমাদের মনে করাচ্ছে, টোকিয়ো অলিম্পিক্সের আর ঠিক কতদিন বাকি। আমরাও ওদের পরিশ্রমের যথাযথ মূল্য দিতে চাই।’’ মনপ্রীত মানছেন তাঁদের খেলায় অনেক গলদ রয়েছে। তিনি বলেছেন, ‘‘সব দলের মতো আমাদেরও খেলায় বেশ কিছু ধূসর জায়গা আছে। সেই জায়গাগুলো ঠিক করাই আমাদের প্রধান কাজ। যে কোনও ভাবে অলিম্পিক্স টেস্ট ইভেন্ট এবং বেলজিয়াম সফরে ভাল খেলতে হবে। নভেম্বরে যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট। আশা করি দল সাফল্য পাবেই।’’
ভারতীয় মহিলা দলের অধিনায়রক রানি রামপালও বলেছেন, ‘‘রিয়ো অলিম্পিক্সে যোগ্যতা অর্জন যে অঘটন ছিল না, তা আবার প্রমাণ করতে হবে। এই লক্ষ্যপূরণের জন্য ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। সমস্ত বড় আসরে সফল হতে হবে। এটাই আমাদের এই মুহূর্তে একমাত্র লক্ষ্য। তা হলেই টোকিয়োয় খেলা নিয়ে সমস্যা থাকবে না।’’ রানি দারুণ প্রশংসা করেছেন ভারতীয় অ্যাথলিট হিমা দাসের। অসমের এই অ্যাথলিটের পাঁচ সোনা জয়ের প্রশংসা করে রানি বলেছেন, ‘‘ওদের পারফরম্যান্স থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি। অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের ম্যাচে ওদের মতোই দারুণ কিছু করে চমকে দিতে হবে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।