HM Bangur

সেই গৌরব ফেরানোর খোঁজ শুরু 

মেলবন্ধনের ঘোষণার পরের দিন সংবাদসংস্থা পিটিআই-কে শ্রী সিমেন্টের মালিক হরি মোহন বাঙুর বললেন, ‘‘ইস্টবেঙ্গল ভক্তদের উদ্দেশে বলব, পুরনো সেই গৌরবময় দিন ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’’  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৭
Share:

আশাবাদী: ইস্টবেঙ্গলের নতুন মালিক হরি মোহন বাঙুর।

ইস্টবেঙ্গল ক্লাবের নাম এবং লাল-হলুদ জার্সির রং পরিবর্তন করার পরিকল্পনা নেই তাদের নতুন লগ্নিকারী সংস্থার। মেলবন্ধনের ঘোষণার পরের দিন সংবাদসংস্থা পিটিআই-কে শ্রী সিমেন্টের মালিক হরি মোহন বাঙুর বললেন, ‘‘ইস্টবেঙ্গল ভক্তদের উদ্দেশে বলব, পুরনো সেই গৌরবময় দিন ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’’

Advertisement

ক্লাবের নতুন নাম ও জার্সি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা এখনও নাম চূড়ান্ত করে উঠতে পারিনি। তবে ইস্টবেঙ্গল অবশ্যই ক্লাবের নামের প্রধান অংশ থাকবে। তবে আমরাও কোথাও একটা স্বীকৃতি পেতে চাইব।’’ যোগ করেন, ‘‘তবে আমরা ঐতিহ্য ধরে রাখারই পক্ষে। ইস্টবেঙ্গলের জার্সির রং এবং লোগোকে তাই সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে।’’ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে ডার্বি নিয়ে জিজ্ঞেস করলে তাঁর জবাব, ‘‘ডার্বি এখনও দূরে। আগে আইএসএল খেলার প্রক্রিয়া শুরু করি আমরা। আমরা উত্তেজিত। ভাল টিম তৈরি করে ভাল ফল করাটাই লক্ষ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement