ভুবনেশ্বর কুমার।
ওয়ানডে-তে অভিষেক ম্যাচের প্রথম বলেই মহম্মদ হাফিজের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। সেই উইকেট নেওয়ার পর থেকেই ভুবির নাম ছড়িয়ে পড়ে ঘরে ঘরে।
এ হেন ভুবি সুইং বোলিংয়ের পাশাপাশি বলের গতি বাড়ানোর দিকে ঝোঁকেন। কিন্তু কেন তাঁকে বলের গতি বাড়াতে হল? এক সাক্ষাৎকারে ভুবি কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘‘আমি যখন প্রথম খেলতে আসি তখন সুইং বোলিংয়ের উপরে জোর দিয়েছিলাম। কারণ রঞ্জি ট্রফিতে লাল এসজি বলে খেলতাম। এসজি-র লাল বল আবার বেশি সুইং করত। তখন থেকেই আমি সুইং বোলিংয়েই জোর দিতাম। প্রথম বছরটা বেশ ভালই গিয়েছিল। সুইং বোলিং করে সেই বছর প্রচুর উইকেট নিয়েছিলাম। কিন্তু সমস্যা হতে শুরু করে পরের বছর থেকে। ব্যাটসম্যানরা আমার বল বুঝতে পেরে যায়। আমাকে খুব সহজেই খেলে দিচ্ছিল। খুব মার হজম করতে হয়েছিল।’’
তখন থেকেই ভুবি নিজের বোলিংয়ে পরিবর্তন আনার জন্য চিন্তাভাবনা শুরু করেন। তখন থেকেই বলের গতি বাড়ানোর চেষ্টা করেন ভারতের এই পেসার। ভুবি বলেন, ‘‘একটা সময় আসে যখন কিছু পরিবর্তন আনতে হয়। সবাই যখন খুব সহজেই আমার বল খেলে দিচ্ছিল তখন বলের গতি পরিবর্তন করার কথা ভাবতে শুরু করি। ঠিকঠাক ছন্দ পাচ্ছিলাম না। তখন অনুশীলন শুরু করে দিলাম। সেটা কাজে দিল। আমার নিজের অজান্তেই বলের গতিও বেড়ে গিয়েছিল।’’
সুইং বোলার হিসেবে পরিচিত ভুবি নিজের বোলিংয়ে পরিবর্তন আনেন, বৈচিত্র্য আনেন। তার ফলে ভুবিকে সামলানো কঠিন হয়ে যায় ব্যাটসম্যানের পক্ষে।