IPL

আইপিএল: কেমন হল কেকেআর-এর দল?

আর কয়েক মাসের অপেক্ষা। তার পরই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট আইপিএল। এক ঝলকে দেখে নেওয়া যাক ২০১৮-এর আইপিএলে নামার আগে কেমন দল গড়ল কেকেআর।

Advertisement
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ১২:০৫
Share:
০১ ১৯

মিচেল স্টার্ক: ৯ কোটি ৪০ লক্ষ টাকায় এই অস্ট্রেলীয় বোলারকে দলে নিয়েছে কেকেআর।

০২ ১৯

কুলদীপ যাদব: ৫ কোটি ৮০ লক্ষ টাকায় তরুণ এই ভারতীয় বোলারকে দলে নিয়েছে কেকেআর।

Advertisement
০৩ ১৯

মিচেল জনসন: ২ কোটি টাকার বিনিময় এই মরসুমে কেকেআর-এ খেলবেন এই অজি স্পিডস্টার।

০৪ ১৯

দীনেশ কার্তিক: ৭ কোটি ৪০ লক্ষ টাকায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিয়েছে শাহরুখ খানের দল।

০৫ ১৯

আন্দ্রে রাসেল: ৮ কোটি ৫০ লক্ষ টাকায় এই বিধ্বংসী অলরাউন্ডারকে ধরে রেখেছে কলকাতার দলটি।

০৬ ১৯

ক্রিস লিন: ৯ কোটি ৬০ লক্ষ টাকায় লিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

০৭ ১৯

পীযূষ চাওলা: চাওলাকে এই আইপিএল-এ দলে নিতে ৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

০৮ ১৯

রবিন উথাপ্পা: ৬ কোটি ৪০ লক্ষ টাকায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিয়েছে কেকেআর।

০৯ ১৯

সুনীল নারিন: ১২ কোটি ৫০ লক্ষ টাকায় ক্যারিবিয়ান স্পিনারকে ধরে রেখেছে কেকেআর।

১০ ১৯

ইশাঙ্ক জাগ্গি: ২০ লক্ষ টাকায় ইশাঙ্ককে দলে নিয়েছে কেকেআর।

১১ ১৯

কমলেশ নাগরকোটি: ৩ কোটি ২০ লক্ষ টাকায় তরুণ এই স্পিডস্টারকে দলে নিয়েছে কেকেআর।

১২ ১৯

শিভম মাভি: আসন্ন আইপিএল-এর জন্য ৩ কোটি টাকায় শিভম মাভিকে দলে নিয়েছে কেকেআর।

১৩ ১৯

শুভমান গিল: ১ কোটি ৮০ লক্ষ টাকায় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে নিয়েছে কেকেআর।

১৪ ১৯

ক্যামেরন ডেলপোর্ট: ৩০ লক্ষ টাকায় এই অলরাউন্ডারকে দলে নিয়েছে কেকেআর।

১৫ ১৯

রিঙ্কু সিংহ: ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

১৬ ১৯

বিনয় কুমার: ১ কোটি টাকায় বিনয় কুমারকে দলে নিয়েছে কেকেআর।

১৭ ১৯

অপূর্ব ওয়াংখেড়ে: ২০ লক্ষ টাকার বিনিময় এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কেকেআর।

১৮ ১৯

নীতীশ রানা: ৩ কোটি ৪০ লক্ষ টাকায় এই অল রাউন্ডারকে দলে নিয়েছে কেকেআর।

১৯ ১৯

জেভন সিয়ারলেস: ৩০ লক্ষ টাকায় জেভনকে দলে নিয়েছে কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement