অক্ষর পটেল: ১২ কোটি ৫০ লক্ষ টাকায় এই অলরাউন্ডারকে ধরে রেখেছে পঞ্জাবের দলটি।
অ্যারন ফিঞ্চ: এই অজি ব্যাটসম্যানকে দলে নিতে ৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
ক্রিস গেল: বেস প্রাইস ২ কোটি টাকায় গেলকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
ডেভিড মিলার: ৩ কোটি টাকায় ডেভিড মিলারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
যুবরাজ সিংহ: ২ কোটি টাকার বিনিময়ে ফের এক বার কিঙ্গস ইলেভেন পঞ্জাবের জার্সিতে খেলতে দেখা যাবে যুবিকে।
লোকেশ রাহুল: ১১ কোটি টাকায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
করুণ নায়ার: ৫ কোটি ৬০ লক্ষ টাকায় করুণ নায়ারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
মোহিত শর্মা: ২ কোটি ৪০ লক্ষ টাকায় মোহিতকে দলে নিয়েছে পঞ্জাবের দলটি।
মার্কাস স্টোইনিস: এই অজি অলরাউন্ডারকে দলে পেতে ৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
প্রদীপ সাহু: প্রদীপ সাহুকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
মনোজ তিওয়ারি: ১ কোটি টাকায় এই বঙ্গ ব্যাটসম্যানকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
বেন ডোয়ারশুইস: ১ কোটি ৪০ লক্ষ টাকায় এই অজি বোলারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
অ্যান্ড্রু টাই: ৭ কোটি ৪০ লক্ষ টাকায় এই অজি স্পিড স্টারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
ময়াঙ্ক অগ্রবাল: ১ কোটি টাকায় ময়াঙ্ক অগ্রবালকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
মুজিব জাদ্রান: ৪ কোটি টাকায় এই তরুণ আফগান ক্রিকেটারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
মনজুর দার: ২০ লক্ষ টাকায় এই কাশ্মীরি ক্রিকেটারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
অঙ্কিত রাজপুত: এই মরসুমে কিঙ্গস ইলেভেন পঞ্জাবের জার্সি গায়ে দেখা যাবে অঙ্কিতকে। ৩ কোটি টাকায় অঙ্কিতকে দলে নিয়েছে প্রীতি জিন্টার দল।
ময়াঙ্ক ডাগর: ২০ লক্ষ টাকায় ময়াঙ্ক ডাগরকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
রবিচন্দ্রন অশ্বিন: ৭ কোটি ৬০ লক্ষ টাকায় অশ্বিনকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
বারিন্দর স্রান: ২ কোটি ২০ লক্ষ টাকায় বারিন্দরকে সই করিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।
আকাশদীপ নাথ: এই তরুণ অলরাউন্ডারকে দলে নিতে ১ কোটি টাকা খরচ করেছে প্রীতি জিন্টার দল।