Hasan Ali

বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন হাসান আলি  

বিশ্বকাপের পরেই খবর ছড়ায় হাসান আলি বিয়ে করবেন শামিয়াকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ১৯:৩১
Share:

২০ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন হাসান আলি ও শামিয়া।

প্রাক্তন পাক ক্রিকেটার জাহির আব্বাস, মহসিন খান, শোয়েব মালিকের পরে ভারতের জামাই হতে চলেছেন হাসান আলি।

Advertisement

পাত্রীর নাম শামিয়া আরজু। দুবাইয়ের একটি বেসরকারি বিমান সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। চলতি মাসের ২০ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন হাসান আলি ও শামিয়া। বিয়েতে ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানাবেন বলে ঠিক করেছেন হাসান।

একটি উর্দু পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে হাসান জানিয়েছেন, ‘‘আমার বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। আমরা সবাই ক্রিকেট খেলি। ক্রিকেটের মাধ্যমেই আমাদের পরিচয়। দুবাইয়ে আমার বিয়েতে যদি ভারতীয় ক্রিকেটাররা উপস্থিত হয়, তা হলে আমার ভালই লাগবে। মাঠের ভিতরেই আমাদের সঙ্গে কেবল ওদের প্রতিদ্বন্দ্বিতা। মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। একে অপরের খুশি শেয়ার করতে পারি।’’

Advertisement

আরও পড়ুন: সব কিছুর সঙ্গে ধর্ম জড়াবেন না, কাশ্মীর নিয়ে টুইট বিতর্কে বললেন ইরফান

আরও পড়ুন: নেতৃত্ব থেকে এখনই সরানো হোক সরফরাজকে, পিসিবি-র কাছে দাবি কোচ আর্থারের

বিশ্বকাপের পরেই খবর ছড়ায় হাসান আলি বিয়ে করবেন শামিয়াকে। তা নিয়ে গুঞ্জন হয়। গুজরানওয়ালায় অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে হাসান বলেন, ‘‘যেহেতু সংবাদমাধ্যমে আমার বিয়ের খবর প্রকাশিত হয়, সেই কারণে সরকারি ভাবে বিষয়টা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি। উদ্দেশ্য একটাই। আমার বিয়ে নিয়ে যেন কোনও জল্পনা না ছড়ায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement