১২ বছর পর রিও অলিম্পিকের গ্রীকো রোমন ইভেন্টে ভারতের কুস্তিগির হরদীপ সিংহ নামবেন। ২০০৪ এথেন্স অলিম্পিকে শেষবার ভারতের হয়ে এই ইভেন্টে নেমেছিলেন মৌসম ক্ষত্রী। হরদীপ ছাড়াও ফ্রি স্টাইলে লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী যোগেশ্বর দত্তও রিওর ছাড়পত্র পেয়ে গিয়েছেন। নরসিংহ যাদবের পর যোগেশ্বর দত্ত ও হরদীপকে নিয়ে মোট তিনজন কুস্তিগির এখন পযর্ন্ত রিওর ছাড়পত্র পেয়ে গেছেন।
হরদীপ সিংহ বলেন সেমিফাইনালের লড়াইয়ে তিনি নিজের দুটি কোনুইয়ে চোট পান। সেই কারণেই ফাইনালে তিনি হেরে যান।তা নাহলে সোনা তাঁর বাঁধা ছিল বলে জানালেন হরদীপ। তবে সোনা না জিততে পারলেও হরদীপ বলেন ‘‘ফাইনালে যোগেশ্বর দত্ত আমাকে সমানে উৎসাহ দিয়ে গেছেন কোচের সঙ্গে। যেটা আমার খুব ভাল লেগেছে।’’
হরিয়ানার জিন্দ জেলার ধোহলা গ্রামের ছেলে তিনি। সোনিপতের ভালগড়ে জানুয়ারি মাস থেকে তিনি ভারতীয় শিবিরে ছিলেন। ওখানে থাকাকালীন তিনি নিজের ৯৮ কেজি বিভাগে জয়ী হয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
হরদীপ সিংহ বলেন ‘‘গ্রীকো রোমন ইভেন্টকে আমাদের দেশে যদি উৎসাহ দেয় তাহলে ভারতে অনেক কুস্তিগির এই ইভেন্টে এগিয়ে আসবে। পাশাপাশি ফ্রি-স্টাইল দঙ্গেলের মতই আমাদের দেশে গ্রীকো রোমনেরও দঙ্গলের আয়োজন করা যায় তাহলে এই ইভেন্টেও ভারত অলিম্পিকে ভাল ফল করতে পারে। তবে আগের থেকে ভারতে এখন গ্রীকো রোমনের চল বেড়েছে। ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিলেন সন্দীপ তুলসি যাদব। তবে আজ পযর্ন্ত অলিম্পিকে ভারতের চারটে পদকই এসেছে ফ্রি-স্টাইলে।
মজার ব্যাপার হল ভারতীয় কুস্তিগিরদের মধ্যে তিনজন রিওর ছাড়পত্র পেয়ে গেলেও ভারতের ডবল অলিম্পিক মেডেলিস্ট সুশীল কুমার কিন্তু এখনও রিওর ছাড়পত্র পাননি।
আরও খবর
অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পদকের আশা দেখছেন না উষা