ওয়াডা ওয়েবসাইটে হ্যাকার হানায় এ বার উঠল চোদ্দো গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক রাফায়েল নাদালের নাম। ‘ফ্যান্সি বিয়ার’ নামধারী সন্দেহভাজন রুশ হ্যাকাররা এ দিন আরও ছাব্বিশ ক্রীড়াবিদের ওয়াডা-নথি ফাঁস করে। যাতে রয়েছে স্প্যানিশ মহাতারকার গোপন চিকিৎসা রিপোর্ট। নাদালকে দু’বার নিষিদ্ধ ওষুধ ব্যবহারের ছাড় দিয়েছিল ওয়াডা। ২০০৯-এ বেটামেথাজোন এবং ২০১২-য় কর্টিকোট্রপিন। প্রসঙ্গত, ২০০৯-এ হাঁটুর টেনডনাইটিসে নাদাল উইম্বলডন ও ডেভিস কাপ থেকে সরে দাঁড়ান। হাঁটুর চোটে ২০১২ লন্ডন অলিম্পিক্স এবং যুক্তরাষ্ট্র ওপেনেও খেলেননি।
হ্যাকারদের তালিকায় আছেন মো ফারহাও। পরপর দুই অলিম্পিক্সে পাঁচ ও দশ হাজার মিটারে সোনা জয়ী ব্রিটিশ মহাতারকা ২০০৮ অক্টোবরে কর্টিকোস্টেরয়েড ও ২০১৪-য় অনুশীলনে অজ্ঞান হয়ে যাওয়ার পর চিকিৎসায় তিন ধরনের নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অনুমতি পান। রিওয় গল্ফে সোনা জয়ী ব্রিটেনের জাস্টিন রোজের নামও আছে তালিকায়।
ওয়াডা নথি ফাঁসের প্রথম দফায় সেরিনা ও ভিনাস উইলিয়ামস এবং সিমোন বাইলসের মতো মার্কিন তারকাদের নাম প্রকাশ করেছিল হ্যাকাররা। ওয়াডা আগেই জানিয়েছে, প্রত্যেক ত্রীড়াবিদই নিয়ম মেনে ওয়াডাকে জানিয়ে চিকিৎসার প্রয়োজনে নিষিদ্ধ ওষুধ ব্যবহার করেছেন।