আইপিএল থেকে ছিটকে গেলেন সাইমন্স, এলেন মার্টিন গাপ্তিল

আইপিএল-এর নিলামে তাঁকে কেউ কেনেনি। দল পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কিন্তু ভাগ্য কখন ঘুরে যায় কে বলতে পারে। কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন লেন্ডল সাইমন্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৬:৩৯
Share:

আইপিএল-এর নিলামে তাঁকে কেউ কেনেনি। দল পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কিন্তু ভাগ্য কখন ঘুরে যায় কে বলতে পারে। কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন লেন্ডল সাইমন্স। আর তখনই ডাক এল মার্টিন গাপ্তিলের কাছে। সাইমন্স মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন। ২০১৫তে মুম্বইয়কে চ্যাম্পিয়ন করার পিছনেও বড় ভূমিকা ছিল তাঁর। ১৩ ম্যাচে ৫৪০ রান ছিল তাঁর। ২০১৪ থেকে মুম্বইয়ের হয়ে ২২টি ম্যাচে ৯৪২রান করেছেন তিনি। সেই সাইমন্সকেই এবার পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

টি২০ বিশ্বকাপের শুরুতে চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টের শেষের দিকে ফ্লেচার চোট পেয়ে বেড়িয়ে গেলে দলের সঙ্গে সুস্থ হয়ে যোগ দেন তিনি। চ্যাম্পিয়নও হয় দল। কিন্তু আবার সেই একই জায়গায় চোট পেয়ে এই বছরের মতো আইপিএল থেকে বেড়িয়ে গেলেন সাইমন্স। গাপ্তিল নিলামে বিক্রি না হলেও তাঁর ট্র্যাক রেকর্ড বলছে সাইমন্সের পরিবর্ত হিসেবে খুব খারাপ নির্বাচন হবেন না এই কিউই ব্যাটসম্যান।

আরও খবর

Advertisement

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের যাবতীয় দায় আমার: মাহমুদুল্লাহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement