জল্পনা যা ছিল তাই হল। বহু দিন ধরে লুকিয়ে রাখার চেষ্টা করা হলেও পেপ গুয়ার্দিওলার পরের ক্লাবের রহস্য ফাঁস হয়েই গেল।
স্পেন, জার্মানির পরে গুয়ার্দিওলার গন্তব্য ইংল্যান্ড। আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার সিটির কোচ হচ্ছেন পেপ গুয়ার্দিওলা। তিন বছরের চুক্তি সই করবেন স্প্যানিশ কোচ। বর্তমান কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির উপর চাপ হাল্কা করতেই আগেভাগে পরের কোচের কথা জানিয়ে দিল ম্যান সিটি কর্তারা। ক্লাবের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘তিন বছরের চুক্তি করা হয়েছে গুয়ার্দিওলার সঙ্গে। কোচ নিয়ে রহস্য রাখায় পেলেগ্রিনির উপর চাপ পড়ছিল। পেলেগ্রিনিকে আমরা শ্রদ্ধা করি বলে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’’ সাংবাদিক সম্মেলনে আসা পেলেগ্রিনিও স্বীকার করলেন তাঁকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল ম্যান সিটি। ‘‘আমি এক মাস আগেই জানতাম ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। আমাকে না বলে কিছু করা হয়নি,’’ বলছেন পেলেগ্রিনি।
গুয়ার্দিওলা নিজে কিছু না বলতে চাইলেও বহু দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল ম্যান সিটির পথেই বার্সেলোনার প্রাক্তন কোচ। কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। মরসুম শেষেই সেটা স্বয়ং গুয়ার্দিওলা জানাবেন। তবে হঠাত্ করে ম্যান সিটি সরকারি ভাবে ঘোষণা করার পরে অবাক গোটা ফুটবলবিশ্ব। প্রশ্ন উঠছে, যদি চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয় তা হলে কী হবে? আবার পেলেগ্রিনি এখনও ম্যান সিটিকে চারটে ট্রফি জেতার দৌড়ে টিকিয়ে রেখেছেন। মাঝপথে এমন কোচ বদলের বিতর্ক তাঁকেও কি লক্ষ্যচ্যুত করবে?
গুয়ার্দিওলাকে সরকারি ভাবে ঘোষণা করার পরে অবশ্য এখন দলবদলের বাজারে পল পোগবা, রবার্ট লেভানডস্কির মতো তারকাদের টার্গেট করছে ম্যান সিটি। নতুন কোচের হাতে যাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মতো রসদ থাকে। গুয়ার্দিওলাকে সই করার দৌড়ে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। গুয়ার্দিওলাকে না পেয়ে তাই আগামী আর এক কোচকে সই করানোর আবেদন জানিয়েছেন ম্যান ইউ সমর্থকরা। আর ধরাও হচ্ছে তিনিই নাকি লুই ফান গলের পরিবর্তে দলের দায়িত্ব নেবেন। যাঁকে নিয়ে নতুন করে স্বপ্নও দেখছেন রেড ডেভিলস সমর্থকরা। তিনি— জোসে মোরিনহো।