জর্জ বেস্ট: বিশ্ব ফুটবলের সর্ব কালের সর্বশ্রেষ্ঠদের তালিকায় নিঃসন্দেহে প্রথম দিকে থাকবেন এই আইরিশ কিংবদন্তি। উইং দিয়ে জর্জের দৌড়ের ভিডিও এখনও অবাক হয়ে দেখতে হয়! অবিশ্বাস্য সব স্কিল। তবে, এই তারকা ফুটবলারের তাক লাগান কেরিয়ার খুব লম্বা হয়নি তাঁর নেশার কারণে। চরম নারী আসক্তি এবং মদ্যপান শেষ করে দিয়েছিল বেস্টের কেরিয়ারকে।
পল গাসকোয়েন: নব্বইয়ের দশকে অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন পল। ইংলিশ সমর্থকরা ভালোবেসে গাজা বলে ডাকতেন তাঁকে। কিন্তু অতিরিক্ত মদ্যপান এবং কোকেন শেষ করে দিয়েছিল গাজার কেরিয়ার।
আদ্রিয়ানো: বেশি অর্থের চাহিদা কেরিয়ার দীর্ঘায়িত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ব্রাজিলিয়ানের।
ইমানুয়েল আদেবায়ো: আর্সেন ওয়েঙ্গারের হাত ধরে ইংলিশ ফুটবলে জনপ্রিয় হয়ে উঠে ছিলেন এই টোগলিস স্ট্রাইকার। প্রথম মরসুমে গার্নার সমর্থকদের নয়নের মণি ছিলেন ইমানুয়েল। কিন্তু খারাপ পারফরম্যান্সের সঙ্গে বেশি অর্থের চাহিদা ইংল্যান্ডের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেয়নি ইমানুয়েলকে।
পল মারসন: শুরুর দিকে আশা জাগিয়ে ফুটবল কেরিয়ার শুরু করলেও অচিরেই হারিয়ে গেছেন। কোকেনের নেশায় আসক্ত ছিলেন এই ব্রিটিশ ফুটবলার।
জ্যাক রডওয়েল: ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিভাবান ফুটবলার রডওয়েল। মাত্র ২১ বছর বয়সেই ম্যানচেস্টার সিটির হয়ে সই করেন। কিন্তু ম্যানচেস্টাররের জার্সি গায়ে মাত্র ১৬টি ম্যাচ খেলেই, রেকর্ড টাকায় আকস্মিক ভাবে সই করেন সান্ডারল্যান্ডে। নতুন দলের লাগাতার ভরাডুবির ফল ভাল হয়নি রডওয়েলের ভবিষ্যতের জন্যও।
মাইকেল চোপড়া: ভারতীয় বংশোদ্ভূত এই খেলোয়াড় একটা সময় মাতিয়ে রেখেছিল ইংলিশ ফুটবলকে। তবে, জুয়ার মারাত্মক নেশা ছিল মাইকেলের। আর এতেই অকালে শেষ হয়ে যায় মাইকেলের কেরিয়ার।
ম্যাথু এথিরিংটোন: নামটা অপরিচিত হলেও ইংলিশ ফুটবলের অন্যতম সেরা লেফট উইঙ্গার ছিলেন এই ফুটবলার। খেলেছেন স্টোক সিটি, টোটেনহ্যাম হটস্পারের মত দলের হয়ে। কিন্তু জুয়ার নেশা শেষ করেছে ম্যাথুর কেরিয়ারকেও। মাত্র ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান তিনি।
ডেভিড বেন্টলি: কেরিয়ারের শুরুটা দারুণ ছিল এই ব্রিটিশ ফুটবলারের। মাত্র ১৬ বছর বয়সেই আর্সেনালের হয়ে অভিষেক হয় তাঁর। অল্প দিনের মধ্যেই দ্বিতীয় বেকহ্যাম নামে জনপ্রিয় হয়ে ওঠেন ফুটবল সমর্থকদের কাছে। কিন্তু ডেভিডের জুয়ার নেশা ছিল মারাত্মক। জুয়ার ডুবে থাকতেন বড় সময়। মাত্র ২৯ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানাতে হয় বেন্টলিকে।
নিকোলাস আনেলকা: ১৯৯৮-৯৯ সালে আর্সেনালের জার্সি গায়ে ৩৫ ম্যাচে ১৭টি গোল করেছিলেন এই ফরাসি তারকা। কিন্তু তাঁর পরের মরসুমে বিশাল টাকার চুক্তিতে আর্সেনাল ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করেন। আর্সেনাল ছেড়ে মাদ্রিদে গিয়ে সফল হতে পারেননি আনেলকা। ১৯ টি ম্যাচ খেলে করেছিলেন মাত্র ২ টি গোল।