গোলটা হলে হয়তো ব্রাজিলকে হেরেই শুরু করতে হত কোপা। রেফারির বদান্যতায় তেমনটা যদিও হয়নি। ইকুয়েডরের গোল বাতিল করে দেন লাইন্সম্যান। বিতর্কিত সিদ্ধান্ত। যার পক্ষে যে কারণে সোচ্চারও হতে পারেননি ব্রাজিল কোচ দুঙ্গা। বরং তিনি এরিয়ে গেছেন এই বলে, যে তিনি যেখানে বসে ছিলেন সেখান থেকে দেখা যায়নি ভাল মতো। গোলের গোলমাল আর ব্রাজিলের ড্র দিয়েই শুরু হল কোপা। ম্যাচের শুরুর দিকেই ব্রাজিল জালে বল পাঠিয়ে দিয়েছিলেন মিলার বোলানোস। কিন্তু সেই গোল অবৈধ ঘোষণা করেন লাইন্সম্যান। কারণ, বল ক্রস করার আগেই নাকি লাইনের বাইরে চলে গিয়েছিল। যদিও পরে রিপ্লেতে দেখা গিয়েছে বল ভেতরেই ছিল। ইকুয়েডর কোচ গুস্তাভো কিন্তেরাস খুব রেগে গিয়ে বলেছেন, ‘‘আমি ২৫ বার ভিডিওটা দেখে এলাম। বল পুরোটা বাইরে যায়নি। লাইন্সম্যান অত সামনে থেকেও কী করে ভুল করল।’’
ব্রাজিল কোচ দুঙ্গার কাছে জানতে চাওয়া হলে তিনি দেখেননি বলে জানান। বলেন, ‘‘আমি মাঠে দেখতে পাইনি। টিভিও দেখিনি। যে সব প্লেয়াররা কাছাকাছি ছিল তারাই বলতে পারবে।’’ তবে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে না পেরে হতাশ দুঙ্গা। গোলের সুযোগও তৈরি করেছিল ব্রাজিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দুঙ্গা বলেন, ‘‘আমরা শুরু থেকেই জয়ের জন্য ঝাপিয়েছিলাম। কিন্তু ইকুয়েডর খুব শক্তিশালী দল। যদি আমাদের খেলা দেখি তাহলে বলব ব্রাজিল জিততেই পারত। দল ভাল খেলেছ। আমরা ভাল ডিফেন্স করেছি।’’
আরও খবর
ব্রাজিলকে আটকে দিল ইকুয়েডর, জিতল পেরু