আমার জীবন বদলে দিয়েছে মেয়েরাই, বলছেন মারাদোনা

নিজের সেই বিতর্কিত অতীতে ফিরে গেলেন দিয়েগো মারাদোনা। এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তাঁর মাদক সেবনের কাহিনি। একই সঙ্গে আর্জেন্টিনার বিত্তশালী মানুষের একটা অংশকেও একহাত নিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৩:৪৭
Share:

নিজের সেই বিতর্কিত অতীতে ফিরে গেলেন দিয়েগো মারাদোনা। এক সাক্ষাৎকারে তুলে ধরলেন তাঁর মাদক সেবনের কাহিনি। একই সঙ্গে আর্জেন্টিনার বিত্তশালী মানুষের একটা অংশকেও একহাত নিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

Advertisement

মারাদোনা বলেছেন, ‘‘আমি যখন মাদক নিতাম, তখন আমি জীবনে এক পিছিয়ে থাকতাম। অথচ ফুটবলার হিসেবে আমার এক পা এগিয়ে থাকার কথা ছিল। ওই দুঃসহ জীবন বদলে যায় আমার মেয়েদের কারণে। আমি এখন মেক্সিকোতে এসেছি কাজের জন্য।’’ একই সঙ্গে মারাদোনা একহাত নিয়েছেন তাঁর সমালোচকদের। তিনি বলেছেন, ‘‘অনেকেই অনেক কথা বলতে পারে। কিন্তু আমি ১৫ বছর আগে ওই অসুস্থতা (নেশার জীবন) কাটিয়ে উঠতে পেরেছি। তাই এখন কেউ কেউ আমার বিরুদ্ধে মাদক ছেড়ে ডোপিং নিয়ে কথা বলেন।’’

মারাদোনা মনে করেন, তাঁর অবস্থার সুযোগ নিয়ে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘‘আমার বিচার করতে বসে যান অনেকে। কিন্তু একটা কথা আমি বলে দিতে চাই। আর্জেন্টিনায় অনেকে আছে, যারা মুখোশ পরে চলে। আর যারা বড়লোক হচ্ছে, তারাও কোকেনে ডুবে থাকে।’’

Advertisement

এখানেই শেষ নয়। আর্জেন্টিনার অন্ধকার দিকটাও তুলে ধরেছেন মারাদোনা। তিনি বলেছেন, ‘‘যে সব বাচ্চা রাস্তায় পড়ে থাকে, তারাই মাদক নেয়, এই ধারণাটা কিন্তু ভুল। অনেক ভাল পরিবারের লোকও মাদকের নেশায় জর্জরিত। আমি জানি। কারণ আমিও ওদের সঙ্গে নেশা করতাম।’’

মারাদোনার প্রাক্তন ব্যক্তিগত প্রশিক্ষক ফের্নান্দো সিগনোরিনিও সম্প্রতি একটি তথ্যচিত্রে স্বীকার করে নিয়েছেন, ‘‘মাদক থেকে নিজেকে বাঁচাতে প্রচুর পরিশ্রম করেছে দিয়েগো। না হলে আজকে ও এই জায়গায় আসতে পারত না।’’ তাঁর মন্তব্য নিয়ে মারাদোনা বলেছেন, ‘‘ফের্নান্দো ঠিকই বলেছে। আমার অবস্থার সুযোগ নিয়েছে অনেকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement