Gerard Nus

চাকরি খোয়ালেন জেরার্ড নুস, নর্থ ইস্টের কোচ হচ্ছেন খালিদ জামিল

মাচাডোর গোলে এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করায় দায়িত্ব থেকে সরে গেলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কোচ জেরার্ড নুস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৯:১৪
Share:

জেরার্ড নুসকে ছেঁটে ফেলল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি

মাচাডোর গোলে এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করায় দায়িত্ব থেকে সরে গেলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কোচ জেরার্ড নুস। এ মরশুমে আইএসএলে ভাল শুরু করলেও ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয় হাইল্যান্ডার্সরা। প্রথম পর্বের লিগ শেষে সাত নম্বরে আছে তারা।

Advertisement

নর্থ ইস্টের তরফ থেকে বিবৃতি দিয়ে জানান হয়, ‘‘কোচের সঙ্গে স্ট্র্যাটেজি ও দর্শন গত দিক থেকে বনিবনা না হওয়ায় জেরার্ড নুসের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’’

এই মুহূর্তে লিগ টেবিলের সাত নম্বরে থাকা নর্থ ইস্টের দায়িত্ব এবার সামলাবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানে কোচিং করানো খালিদ জামিল। রবিবার তাদের ম্যাচ পাঁচ নম্বরে থাকা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুনঃ ব্রাইট এসেই বদলে দিয়েছে আমাদের, বলছেন স্টেনম্যান

আরও পড়ুনঃ চেন্নাইয়িনের ভরসা রহিম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement