Rishabh Pant

গম্ভীরের পছন্দের ক্রিকেটারই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন পন্থকে

বিরাট কোহালিদের ‘হেডস্যর’ রবি শাস্ত্রী সতর্ক করে দিয়েছেন পন্থকে। শট নির্বাচনের ক্ষেত্রে বাঁ হাতি ব্যাটসম্যান-উইকেটকিপারকে সতর্ক হতে বলেছেন শাস্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৫
Share:

সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না পন্থ। — ফাইল চিত্র।

ঋষভ পন্থের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন সঞ্জু স্যামসন। ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের এমনটাই ধারণা। ভারতের তরুণ উইকেট কিপার পন্থ সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে, জাতীয় দলে স্যামসন ঢুকে পড়তেই পারেন। কারণ ঘরোয়া সিরিজে দারুণ ছন্দে রয়েছেন স্যামসন।

Advertisement

বিরাট কোহালিদের ‘হেডস্যর’ রবি শাস্ত্রী সতর্ক করে দিয়েছেন পন্থকে। শট নির্বাচনের ক্ষেত্রে বাঁ হাতি ব্যাটসম্যান-উইকেটকিপারকে সতর্ক হতে বলেছেন শাস্ত্রী। বিশ্বকাপে মোক্ষম সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতের তরুণ উইকেট কিপারের আউট হওয়ার ধরন দেখে মেজাজ হারিয়েছিলেন কোহালি।

দেশের তরুণ উইকেটরক্ষক তবুও নিজেকে বদলাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হতশ্রী ব্যাটিং করেছেন পন্থ। ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে রবিবার। পরবর্তী দুটো ম্যাচে পন্থের ব্যাটের দিকে নজর থাকবে নির্বাচকদের।

Advertisement

আরও পড়ুন- অ্যাশেজে অভিনব রেকর্ড! ৮৬৭ ওভার পর কেরিয়ারের প্রথম নো বল করলেন ওকস

আরও পড়ুন- চার টেস্টে ৭৭৪ রান! গাওস্করকে স্পর্শ করলেন স্টিভ স্মিথ

গম্ভীর তাঁর কলামে লিখেছেন, ‘‘ঋষভ পন্থের খেলা দেখতে খুব ভাল লাগে। কিন্তু, আমার প্রিয় ক্রিকেটার সঞ্জু স্যামসন কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পন্থকে।’’ আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য ভারতীয় দল পরীক্ষা নিরীক্ষার পথেই হাঁটবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই শুরু হচ্ছে তা। গম্ভীর বলেছেন, ‘‘এই সিরিজটা দারুণ উত্তেজক হতে চলেছে। আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে অনেকেই।’’ চলতি সিরিজে বড় পরীক্ষায় বসতে হবে পন্থকে। সতর্ক হয়ে ব্যাট করতে হবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement